প্রতিবেদন : পথ কুকুরদের (Street Dogs) খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গা বেঁধে দিক পুরসভা। এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। আকছার দেখা যায় পথকুকুরদের খেতে দেওয়া নিয়ে বচসায় জড়িয়ে পড়েন প্রতিবেশীরা। নানা সময়ে পথ-কুকুরদের (Street Dogs) খাওয়ানো নিয়ে নানা অশান্তির খবর সামনে আসে। এবার সেই সমস্যা সমাধান করতেই এই সিদ্ধান্ত আদালতের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়ে জানান, কুকুরদের খাবার দেওয়াকে কেন্দ্র করে অশান্তি বাড়ছে। ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ছেন পাড়া-পড়শিরা। সমস্যা কাটাতে পদক্ষেপ করুক রাজ্য। সমস্যার সমাধানে এগিয়ে আসুক রাজ্যের পুরসভাগুলি। পুর দফতরকে এ-বিষয়ে তাদের অবস্থান জানাতে বলা হয়েছে। ২৭ নভেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে। আশা করা হচ্ছে সমস্যা সমাধান হবে।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর উদ্যোগে নতুন ভূ-মানচিত্র পশ্চিমবঙ্গের