ফুটপাথে রাত্রিবাস নয়, মেয়রের নির্দেশে কড়া পদক্ষেপ

Must read

কলকাতার রাস্তায় ফুটপাথ দখল করে রাত্রিবাস নিয়ে এবার বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছে পুরসভা। পুলিশের সাহায্য নিয়ে ফুটপাথবাসীদের সরিয়ে ফাঁকা করা হবে ফুটপাথ। রাস্তায় থাকা ফুটপাথবাসীদের জন্য কলকাতা পুরসভা নির্দিষ্টভাবে রাতের আশ্রয় শিবির গড়ে দিয়েছে। সেখানে রাতে থাকা, খাওয়া থেকে যাবতীয় জরুরি চিকিৎসা পরিষেবাও পান শহরের ফুটপাথবাসীরা। এধরনের বেশ কিছু নাইট শেল্টার রয়েছে শহরের আনাচে-কানাচে। তা সত্ত্বেও শনিবার টক টু মেয়র কর্মসূচিতে মহানাগরিক ফিরহাদ হাকিমের কাছে কলকাতার বিভিন্ন রাস্তায় ফুটপাথ দখল করে রাত্রিবাসের অভিযোগ এসেছে। এরপরই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র।

আরও পড়ুন- শুক্রবার শুরু মাধ্যমিক কড়া নির্দেশিকা পর্ষদের

তিনি জানান, সাধারণত রাগ পিকার্সরা (আবর্জনাকুড়ানি) রাতে ফুটপাথে থাকে। কিন্তু তাঁরা ছাড়াও কিছু মানুষ অদ্ভুতভাবে সপরিবারে ফুটপাথ দখল করে বসবাস করেন। আমি খোঁজ নিয়ে দেখেছি, এঁরা আসলে স্ক্র্যাপ ডিলার ও সেলার (লোহালক্করকুড়ানি ও বিক্রেতা)। রাতেই এঁদের জিনিসপত্র লোডিং-আনলোডিং হয়। আলিপুর, সার্দান অ্যাভিনিউ মোড়, গুরুদ্বার পার্ক, মহম্মদ আলি পার্ক সংলগ্ন এলাকার মতো জায়গায় এভাবে ফুটপাথ দখল করে মানুষ রাতে বসবাস করেন বলে জানান মেয়র। বিষয়টি নিয়ে সরব হয়ে ফিরহাদ বলেন, ফুটপাথ দখল করে কোনওভাবেই ব্যবসা করা যাবে না। ওঁদের জন্য পুরসভার তরফে রাতের আশ্রয় শিবির করে দেওয়া আছে। কাছাকাছি শিবিরে ওঁদের নিয়ে যাওয়ার জন্য আমি পুলিশ কমিশনারকে জানাব। এঁদের সুরক্ষার দায়িত্বও আমাদেরই।

Latest article