ধর্মীয় হিংসার বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নিতে হবে, বললেন বিচারপতি জোসেফ

বিচারপতি তাঁর পর্যবেক্ষণে সাফ জানান, সবার আগে দেশের স্বার্থ। দেশের কথা ছাড়া অন্য কোনও স্বার্থের কথা ভাবাই উচিত নয়।

Must read

প্রতিবেদন : হিংসা কোনও কিছু সৃষ্টি করতে পারে না, বরং ধ্বংস করে। তাই যে ধর্মের তরফেই ধর্মীয় হিংসা ছড়ানো হোক না কেন, তার বিরুদ্ধে দ্রুত এবং কড়া ব্যবস্থা নিতে হবে। বিচারপতি হিসাবে নিজের কার্যকালের শেষ দিনে এই কথা বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফ। বুধবার বিচারপতি হিসাবে শেষবার তাঁর এজলাসে শুনানি হল।

আরও পড়ুন-আমজনতার ২ লক্ষ কোটি গায়েব, মোদি-আদানি যোগসাজশে এলআইসির সর্বনাশ

১৬ জুন অবসর নেবেন বিচারপতি কে এম জোসেফ। এরই মধ্যে শীর্ষ আদালতে শুরু হতে চলেছে গরমের ছুটি। উল্লেখ্য, এর আগেও ঘৃণাভাষণ ও ধর্মীয় হিংসা নিয়ে একাধিকবার গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন জোসেফ।
দেশ জুড়ে ক্রমবর্ধমান ধর্মীয় হিংসা ও ঘৃণাভাষণ নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন শীর্ষ আদালতের বিচারপতি জোসেফ। কার্যকালের শেষ দিনেও নিজের অবস্থানে অনড় থাকলেন তিনি। ঘৃণাভাষণ ঠেকাতে শীর্ষ আদালত নির্দেশিকা জারি করুক, এমনই আর্জি জানিয়ে দায়ের হওয়া একটি মামলার শুনানি চলছিল বিচারপতি জোসেফের এজলাসে। সেখানেই যে কোনও হিংসাত্মক ঘটনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন এই প্রবীণ বিচারপতি।

আরও পড়ুন-জটিল অস্ত্রোপচারে সাফল্য পেল উত্তরবঙ্গ মেডিক্যাল

বিচারপতি তাঁর পর্যবেক্ষণে সাফ জানান, সবার আগে দেশের স্বার্থ। দেশের কথা ছাড়া অন্য কোনও স্বার্থের কথা ভাবাই উচিত নয়। ধর্ম বা অন্য কোনও বিষয়কে গুরুত্ব না দিয়ে যদি ধর্মীয় হিংসার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তাহলেই আর সমস্যা থাকবে না। এইভাবেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এর আগে ধর্মের ভিত্তিতে শহরের নাম বদলের মামলাও খারিজ করেছেন তিনি।

Latest article