সংসদীয় প্রতিনিধিদলকে সময় না দিলে এবার কড়া পদক্ষেপ

Must read

নয়াদিল্লি : বাংলার মানুষের ন্যায্য দাবি-দাওয়া এবং বঞ্চনার কথা শুনতে কেন্দ্রের দুই মন্ত্রী যদি তৃণমূলের সংসদীয় দলকে (parliamentary delegation) সময় না দেন, তা হলে কড়া পদক্ষেপ করবে দল। রীতিমতো চাঁচাছোলা ভাষায় একথা জানিয়ে দেওয়া হল মোদি সরকারকে। দেখা করার সময় চেয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী এবং জলসম্পদ মন্ত্রীকে রীতিমতো কড়া ভাষায় আবার চিঠি লিখলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং দলের লোকসভার চিফ হুইপ ডাঃ কাকলি ঘোষদস্তিদার। লক্ষণীয়, গত সপ্তাহেই তৃণমূলের দুটি সংসদীয় প্রতিনিধিদলের জন্য সময় চেয়ে ওই দুই মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি। এবারে যাবতীয় তথ্য এবং পরিসংখ্যান দিয়ে আবার চিঠি দেওয়া হল তৃণমূলের পক্ষ থেকে। দেখা করার সময় চাওয়া হল বুধবার। ডেরেক জানিয়েছেন, দলের সব সাংসদদের সঙ্গে বুধবারই দিল্লিতে দলের সংসদীয় কার্যালয়ে জরুরি বৈঠক করবেন তৃণমূলের লোকসভা দলনেতা এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রবিবার ডেরেক ও’ব্রায়েন জানালেন, তৃণমূলের ১০ জন করে সাংসদ থাকবেন এক-একটি প্রতিনিধি দলে (parliamentary delegation)। অর্থাৎ বাংলার প্রতি বঞ্চনার কথা কেন্দ্রের দুই মন্ত্রীর কাছে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন তৃণমূলের মোট ২০ জন সাংসদ। প্রতিটি প্রতিনিধি দলে থাকবেন লোকসভার ৮ সাংসদ এবং রাজ্যসভার ২ সাংসদ। ডেরেকের কথায়, এটা কোনও ভিক্ষা নয়, বাংলার ১৪ কোটি মানুষের ন্যায্য পাওনার দাবি জানাবেন তৃণমূল সাংসদরা। ১০০ দিনের কাজের টাকা থেকে শুরু করে জলজীবন মিশন-প্রতিটি ক্ষেত্রে বাংলার প্রতি নির্মম বঞ্চনার কৈফিয়ত চাইবেন তাঁরা। আটকে রাখা অর্থ মোদি সরকারকে মিটিয়ে দিতে হবে অবিলম্বে। এখনই চালু করতে হবে সমস্ত আটকে রাখা প্রকল্প।

আরও পড়ুন-ঋণের বোঝায় বেড়েই চলেছে কৃষকদের আত্মহত্যা, স্বীকার মহারাষ্ট্রের মন্ত্রীরই

এদিকে এসআইআর নিয়ে সোমবার এবং মঙ্গলবার সংসদে আবার ঝড় তুলবে তৃণমূল। লোকসভায় গত সপ্তাহেই তাঁদের যুক্তিবাণে মোদি সরকারকে রীতিমতো কোণঠাসা করে দিয়েছিলেন তৃণমূলের ২ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং শতাব্দী রায়। এবার সোমবার এবং মঙ্গলবার এই ইস্যুতেই রাজ্যসভায় বিজেপি-কমিশনকে এক হাত নেবেন তৃণমূলের ৪ সাংসদ মমতাবালা ঠাকুর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ এবং ডেরেক ও’ব্রায়েন। শীতকালীন অধিবেশনের শেষ পর্বে মোদি সরকারকে সংসদে ধরাশায়ী করতে প্রস্তুত তৃণমূল। এক কথায় বাংলার মানুষের বঞ্চনার প্রতিবাদে সংসদে শেষ সপ্তাহেও ঝড় তুলবে তৃণমূল কংগ্রেস।

Latest article