নির্বিঘ্নে মেলার লক্ষ্যে কড়া প্রশাসনিক নজরদারি

Must read

সংবাদদাতা, গঙ্গাসাগর : শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা (Gangasagar mela)। রাজ্য প্রশাসনের নজরদারিতে নির্বিঘ্নে কেটেছে ৪ দিন। ইতিমধ্যেই মকর সংক্রান্তির মোক্ষ লাভের আশায় গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের ভিড় শুরু হয়েছে।
ধীরে ধীরে গঙ্গাসাগরের (Gangasagar mela) কপিলমুনি মন্দির প্রাঙ্গণ চত্বরে ভিড় জমাচ্ছেন তীর্থযাত্রীরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলাকে মাথায় রেখে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আকাশপথে ড্রোন এবং হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চলছে। পাশাপাশি মেলা প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে পুলিশ। এছাড়াও হোভার ক্রাফট এবং স্পিডবোটের মাধ্যমে নজরদারি চলছে নদীতে। হরিদ্বারের আদলে গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে। ই-অনুসন্ধানের মতো বিশেষ ডিজিটাল পদ্ধতিতে কিউআর কোডের মাধ্যমে মেলা সংক্রান্ত যে কোনও তথ্য এখন তীর্থযাত্রীদের হাতের মুঠোয়। পানীয় জল, শৌচালয়, এটিএম পরিষেবা স্বাস্থ্যকেন্দ্র, সন্ধানকেন্দ্র, বাস, লঞ্চ-সহ যানবাহনের সময় সারণি, পার্কিং সংক্রান্ত যাবতীয় সব তথ্য এবং পথ নির্দেশিকা পাওয়া যাচ্ছে এই ব্যবস্থার মাধ্যমে।

আরও পড়ুন-মামলা সত্যিই জরুরি হলে ৫ বছর ধরে ঘুমাত না ইডি!

ই-পরিচয় করা হয়েছে একটি কিউআর কোড রিস্টব্যান্ড যা বয়স্ক ও শিশু তীর্থযাত্রীদের দেওয়া হচ্ছে, কেউ হারিয়ে গেলে খুঁজে পেতে সাহায্য করবে। তীর্থযাত্রীদের এক উৎসবমুখর পরিবেশ উপহার দেওয়ার জন্য সাগরতট এবং তট সংলগ্ন এলাকাকে বিশেষ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। বাংলার ঐতিহ্যমণ্ডিত ও প্রসিদ্ধ ৬টি মন্দির ও একটি মঠ এবারের মেলার অন্যতম বিশেষ আকর্ষণ। পুণ্যার্থীদের সুরক্ষার স্বার্থে ১৫,০০০ হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। ৫৪টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে ৭টি অ্যাডভান্স টিম, ১৫টি অ্যান্টিক্রাইম পেট্রোলিং টিম, ১৪ টি ফুট পেট্রোলিং টিম, ১৩টি মিসিং পার্সন স্কোয়াড, ২টি স্নিফার ডগ, ১৬টি রিভার পেট্রোলিং টিম, ২৮টি কো-অর্ডিনেশন টিম দিবারাত্রি মেলায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে। তীর্থযাত্রীরা যাতে নিরাপদে পুণ্যস্নান করতে পারে তার জন্য ৬৯৮টি ড্রপগেটের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের সুবিধার্ধে ৫৪ কিলোমিটার দীর্ঘ ব্যারিকেড, ৪২টি পুলিশ সহায়তা কেন্দ্র, বিশেষ দিক নির্দেশকারী চিহ্ন এবং বিভিন্ন রঙের আলোয় পথগুলিকে আলোকিত করা হয়েছে।

Latest article