উপত্যকায় সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা, খোলা যাবে না হোয়াটসঅ্যাপ

এমনিতেই কাশ্মীর বরাবরই ‘নিরাপত্তা’ নিয়ে প্রশ্নের মুখে থাকে, এবার সেই উপত্যকায় সাইবার হানার ঘটনাগুলিকে ‘স্বাস্থ্যকর’ বলে মনে করছে না সংশ্লিষ্ট দফতর।

Must read

নিরাপত্তার স্বার্থে এবার সরকারি দফতরের ফোন, কম্পিউটারে (Computer) আর ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। পেনড্রাইভও ব্যবহার করা যাবে না। জম্মু-কাশ্মীরের প্রশাসন তরফে সরকারি কর্মীদের কাছে নোটিস এল। জম্মু-কাশ্মীর প্রশাসনিক মহলের তরফে জারি হওয়া ওই নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি অফিসের সব মোবাইল, কম্পিউটার ডিভাইসে কোনও রকম বাইরের পেনড্রাইভ বা নিজেদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ সরকারি কর্মীরা ব্যবহার করতে পারবেন না।

আরও পড়ুন-বাংলার বাইরে ঢাকিদের হেনস্থা হলে সংসদ অচল করব : অরূপ

কাশ্মীরের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের কমিশনার সেক্রেটারি এম রাজু এই নির্দেশিকা জারি করেন বলে জানা গিয়েছে। তিনি বলেছেন, দেখা গিয়েছে সরকারি কর্মীরা মাঝে মধ্যেই এমন কিছু ওয়েবসাইট ব্যবহার করে থাকেন যেগুলো নিরাপত্তার ক্ষেত্রে সমস্যার হতে পারে। তাই এবার সেগুলিকেও ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে।

আরও পড়ুন-শিক্ষকরা জাতির মেরুদণ্ড শুধু মন্ত্র উচ্চারণে কী হবে?

প্রসঙ্গত,গত মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর সময় জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় সাইবার হানার ঘটনা ঘটে। বিদ্যুৎ দফতর-সহ বিভিন্ন সরকারি দফতরের ওয়েবসাইট থেকে সাইবার অপরাধীদের তাণ্ডব দেখা যায়। এমনিতেই কাশ্মীর বরাবরই ‘নিরাপত্তা’ নিয়ে প্রশ্নের মুখে থাকে, এবার সেই উপত্যকায় সাইবার হানার ঘটনাগুলিকে ‘স্বাস্থ্যকর’ বলে মনে করছে না সংশ্লিষ্ট দফতর।

Latest article