গোসাপ হত্যায় সশ্রম কারাদণ্ড

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : রাজ্যে এই প্রথম কোনও সংরক্ষিত বনাঞ্চলে বেআইনিভাবে ঢুকে গোসাপ (Salamander) হত্যার দায়ে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিল আলিপুরদুয়ার এসিজেএম ফাস্ট ট্র্যাক আদালত। সাজাপ্রাপ্ত যোগেন্দ্রনগরের বীরসিং মুন্ডাকে ১৯ ফেব্রুয়ারি গোসাপ (Salamander) হত্যার দায়ে গ্রেফতার করেন জলদাপাড়া পশ্চিম রেঞ্জের বনাধিকারিকরা। তার বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনে মামলা রুজু করে পুলিশের হাতে তুলে দেন। ৫২ দিনেই শুনানি শেষে তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

আরও পড়ুন-বন্যপ্রাণ বাঁচাতে আদিবাসী শিকারিদের রুখল প্রশাসন

Latest article