কালোবাজারি রুখতে জোর নজরদারিতে, সুফল বাংলায় বিক্রি হবে মাছ

Must read

প্রতিবেদন : বর্তমান পরিস্থিতিতে রাজ্যের কালোবাজারি রুখতে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নে কৃষি বিপণন দফতর-সহ বিভিন্ন দফতরের মন্ত্রী আমলা পুলিশকে সঙ্গে নিয়ে বড় বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি স্পষ্ট করে দেন, এই মুহূর্তে ব্যবসায়ীরা যেন দাম না বাড়ান আর দালালরা যাতে কালোবাজারি করতে না পারে সেদিকেও নিয়মিত নজরদারি চালাতে বলেছেন। মুখ্যমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত জিনিসের দাম স্থিতিশীল রয়েছে। আলু-পেঁয়াজের বর্তমান যা দাম রয়েছে তার থেকে যেন আর দাম না বাড়ে। সুফল বাংলায় এখন ৩০০টি আউটলেট আছে। আরও ১০০টি আউটলেট বাড়ানো হবে। সব মিলিয়ে ৭০০টি আউটলেট হবে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি, বর্ডার দিয়ে বেশি টাকা পাব বলে কেউ যেন অন্য জায়গায় মাল সাপ্লাই না করে। সীমান্ত এলাকায় তিনি নজরদারি বাড়াতে বলেছেন। ডিজি রাজীব কুমারকে ভার্চুয়াল মিটিং করে সবটা সঠিকভাবে চলছে কিনা দেখার নির্দেশ দিয়েছেন।
মাছের দাম কেন নিয়ন্ত্রণে আসছে না সে-বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী (CM mamata Banerjee)। মৎস্য দফতর সঠিকভাবে কাজ করছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একটি কোল্ড স্টোরেজ ফিশারিস তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সুফল বাংলায় এবার থেকে মাছও বিক্রি করা হবে।

আরও পড়ুন- কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব, কিন্তু বাংলাদেশেও নজর দিন সর্বদলে সুদীপ

টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছেন নিয়মিত নজরদারি চালানোর। মুখ্যমন্ত্রী বলেন আমিও সারপ্রাইজ ভিজিট করে দেখেছি এক-একটা বাজারে একেক রকম দাম। এটা কেন হবে? কোনও দালাল কালোবাজারি করলে তার সমস্ত জিনিস রাজ্য সরকার বাজেয়াপ্ত করবে। আরও আড়াইশোটি সুফল বাংলার স্টল করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন কেউ দায়িত্ব পালন না করলে সরকার তাকে রেয়াত করবে না। হাঁস-মুরগির পোল্ট্রির বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। মুরগির সঙ্গে কম্পিটিশন করে হাঁসের মাংস বাজারে বিক্রি করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

Latest article