বঙ্গ

জেলায় জেলায় কড়া পদক্ষেপ তৃণমূল নেতৃত্বের, ১০ জেলায় বহিষ্কৃত ৭০ জন

ব্যুরো রিপোর্ট : দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সতর্ক করে দিয়েছিলেন। পুরভোটে টিকিট না পেয়ে নির্দল হিসাবে যে দলীয় কর্মীরা দাঁড়াবেন, তাঁদের বিরুদ্ধে দলবিরোধী কাজের জন্য ব্যবস্থা নেওয়া হবে, এটা পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছিল শীর্ষ নেতৃত্ব। কারণ, এঁদের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, একই সঙ্গে সাধারণ মানুষও ওঁরা তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে পরিচিত হওয়ায় বিভ্রান্ত হচ্ছেন। তারপরেও অনেকে নির্দল হিসাবে মনোনয়ন জমা দেওয়ায় তাঁদের বহিষ্কারের সিদ্ধান্তই নেয় দল (TrinamoolCongress) । গতকালই পার্থ চট্টোপাধ্যায় দলের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। তারপর থেকেই জেলায় জেলায় ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই ১০ জেলায় ৭০ জন নির্দলকে বহিষ্কার করেছে দল। বীরভূমের দুবরাজপুর পুরসভার তিনজনকে বহিষ্কারের কথা ঘোষণা করেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সহ-সভাপতি চন্দ্রনাথ সিনহা।

আরও পড়ুন – পথে আইনজীবীরা

বহিষ্কৃতরা হলেন ১, ৬ এবং ১০ এই তিন ওয়ার্ডের ফকির বাউড়ি, ভূতনাথ মণ্ডল ও নুর মহম্মদ। পুরুলিয়ায় বহিষ্কার করা হয়েছে আটজনকে। জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া জানিয়েছেন, ২ নং ওয়ার্ডের দোলন ঘোষ ও দেবাশিস চক্রবর্তী, ৩ নং ওয়ার্ডে দেবাশিস চট্টোপাধ্যায়, ৬ নং ওয়ার্ডের মৌসুমী ঘোষ রয়েছেন। বহিষ্কৃতদের মধ্যে প্রাক্তন পুরপ্রধান সামিম দাদ খানও রয়েছেন। বাঁকুড়ায় তিন পুরসভার বহিষ্কৃত ১০ জন। তার মধ্যে বিষ্ণুপুর পুরসভার পাঁচ এবং বাঁকুড়ার দু’জন রয়েছেন। আলিপুরদুয়ারের ছয় নির্দল প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। এঁরা স্বামী-স্ত্রী। স্ত্রীরা নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ানোয় রেয়াত করা হয়নি স্বামীদেরও। এঁরা হলেন ৬ নং ওয়ার্ডের গৌতম ও গার্গী তালুকদার, ১৩ নম্বরের মায়া ও স্বপন মজুমদার এবং ১০ নম্বরের পুলক ও ঝুমা মিত্র।

পূর্ব মেদিনীপুরে বহিষ্কার করা হয়েছে পাঁচজনকে। তার মধ্যে তমলুকের ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ভানুপদ সাহাও রয়েছেন। পুরুলিয়া ও ঝালদার আট বিক্ষুব্ধকে তাড়ানো হয়েছে। কোচবিহার থেকে চারজনকে। পশ্চিম মেদিনীপুর ও খড়্গপুর থেকে ২০ জনকে। নদিয়া জেলা থেকে তাড়ানো হয়েছে ২২ জনকে।

এই কড়া পদক্ষেপে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনায় অনেকেই পিছু হটছেন বলে জানা গিয়েছে। দলের পক্ষে জানানো হয়েছে, যাঁরা নির্দল হয়ে দাঁড়িয়েছেন, তাঁদের লিফলেটের মাধ্যমে সবাইকে জানাতে হবে, তাঁরা লড়ছেন না।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

9 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

29 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago