পরীক্ষা স্বচ্ছ করতে কড়া ব্যবস্থা, আজ ডিএলএড পার্ট-টু

১২৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে ডিএলএড পার্ট-ওয়ানের পরীক্ষা চলবে ১৮ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত।

Must read

প্রতিবেদন : আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষণ প্রশিক্ষণ বা ডিএলএড-এর পার্ট-টু পরীক্ষা। চলবে ১৪ আগস্ট পর্যন্ত। ৩৭ হাজারের বেশি এই পরীক্ষায় বসতে চলেছেন। ১২৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে ডিএলএড পার্ট-ওয়ানের পরীক্ষা চলবে ১৮ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪২ হাজার।

আরও পড়ুন-আরও ২ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র

সারা রাজ্যে ১২০টি কেন্দ্রে পার্ট ওয়ানের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা স্বচ্ছ করতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রতিদিন পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হচ্ছে এমন বাক্সে যা বন্ধ থাকছে ‘ডিজিটাল কম্বিনেশন লক’-এর মাধ্যমে। একটি ট্রাঙ্কে বা বাক্সে সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র রাখা হবে না। এবার পরীক্ষার্থীরাই প্রশ্নপত্রের সিল খুলবেন। তাছাড়া প্রশ্নপত্রের সুরক্ষা বজায় রাখতে প্রথম পাতা এবং শেষ পাতায় কোনও প্রশ্ন রাখা হবে না। প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি, অনেক সময় সমাজমাধ্যমে প্রশ্নপত্রের প্রথম পাতা বা শেষ পাতার ছবি ভাইরাল হয়েছে। ওই দুই পাতায় এ-বার কোনও প্রশ্ন রাখা হবে না। মাঝের পাতাগুলিতেই প্রশ্ন থাকবে পরীক্ষার্থীদের জন্য। প্রশ্নপত্রে থাকবে কিউআর কোড। প্রশ্নপত্রের ছবি তুলে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলে তৎক্ষণাৎ চিহ্নিত করা যাবে।

Latest article