প্রতিবেদন : সামান্য রোগ হলেই দোকান থেকে অ্যান্টিবায়োটিক (Antibiotic) কিনে খাওয়ার প্রবণতা বাড়ছে। চিকিৎসকদের এতবার বারণ সত্ত্বেও কথা কানেই তুলতে চাইছেন না ওষুধ বিক্রেতারা। এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। আগেই বলা হয়েছিল প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না। কিন্তু সেই নির্দেশ মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এবার নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যখন তখন অ্যান্টিবায়োটিক (Antibiotic) ব্যবহার করাতে অজান্তেই শরীরে বাসা বাঁধছে মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্স ব্যাকটেরিয়া। ফলে একদিকে যেমন চিকিৎসার খরচ যেমন বেড়ে যাচ্ছে, তেমনই রোগীর প্রাণ সংশয়ের আশঙ্কা দেখা দিচ্ছে। উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দফতরের। সেই কারণেই বিশেষ নজরদারি চালানোর ব্যবস্থা করা হচ্ছে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর।
আরও পড়ুন- সন্তানের কাছে মেয়র বা মন্ত্রী নই, গর্বিত হই পিতা হিসেবে : ফিরহাদ