বঙ্গ

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কড়া নবান্ন, ১৫৫ ঠিকাদার, ১৯ ইঞ্জিনিয়ারকে শোকজ

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছিলেন সরকারি কাজে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। আর তাঁর সেই নির্দেশের পরই কড়া অবস্থান নিল নবান্ন। ১৫৫ জন ঠিকাদার, ১৯ জন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হল। সরকারি কাজে অবহেলার জন্যই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে নবান্নের পক্ষ থেকে। সেইসঙ্গে প্রায় ১৯ হাজার বেআইনি সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এফআইআর করা হয়েছে ৪৪১টি।

আরও পড়ুন-ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং

সোমবার বিধানসভার বৈঠকে মুখ্যমন্ত্রী ফের একবার স্পষ্ট করে দিয়েছিলেন যে, মানুষকে অসুবিধায় ফেলা তিনি বরদাস্ত করবেন না। হুঁশিয়ারির সুরে তিনি জানিয়েছিলেন, এ ব্যাপারে কেউ কম্প্রোমাইজ করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকী তার চাকরি পর্যন্ত চলে যেতে পারে। তারপরই তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছিলেন কড়া ব্যবস্থা গ্রহণ করতে। তৎক্ষণাৎ মুখ্যসচিব জানান, ইতিমধ্যেই কর্তব্যে গাফিলতির কারণে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজে প্রশাসনের একাংশ গাফিলতি করছে বলে অভিযোগ এসেছিল। সেই ঘটনার তদন্তে নেমে কয়েকজনকে চিহ্নিতও করা হয়। তাদের বিরুদ্ধেই মূলত কড়া ব্যবস্থা নেওয়া হল। শোকজের চিঠি পাঠানো হয়েছে। যথার্থ কারণ দর্শাতে না পারলে আরও কঠোর হবে সরকার, তা জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্ট।

আরও পড়ুন-এক ফোনে জঞ্জাল সাফাই নতুন নম্বর চালু সমাধানে

মুখ্যমন্ত্রীর সোজা কথা, মানুষের ভাগে অন্য কাউকে ভাগ বসাতে দেব না। সরকারি সম্পত্তি নিয়ে ব্যক্তিস্বার্থ মেটাতে দেব না। যাঁরা পারফরম্যান্স করছেন না, বা করতে পারছেন না, তাঁদের ব্যাক লিস্টে ফেলুন। সরকারি কর্মচারী হয়ে কম্প্রোমাইজ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে পূর্ব মেদিনীপুর থেকে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা। সবমিলিয়ে প্রায় ১৮,২৩০টি জায়গায় জল মিসইউজ করার অভিযোগ এসেছে। কেন বিডিও, এসডিও-রা এসব দেখছেন না। কোনও রাজনৈতিক দল বা নেতার কথা শুনবেন না, এক্ষেত্রে। মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অন্য কিছু যেন অগ্রাধিকার না পায়, পরিষেবা প্রদানই আগে।
মুখ্যমন্ত্রী বলেন, অনেকে পাইপটাকে কেটে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। ফলে গ্রামে জল ঢুকতে পারছে না। সমীক্ষা না করেই তাড়াহুড়ো করে ঠিকাদাররা অনেক জায়গায় পাইপ বসিয়েছেন। ভুল টেন্ডার, ভুল ডিপিআর তৈরি করা হয়েছে। এরই ভিত্তিতে সংশ্লিষ্ট ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের শো-কজের সিদ্ধান্ত।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

40 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

1 hour ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago