গঙ্গাসাগর মেলার আগেই নদীপথে কড়া পুলিশি নজরদারি!

Must read

১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। এদিকে উদ্বেগের বিষয় বাংলাদেশের অস্থির পরিবেশ। এই পরিস্থিতিতে পুলিশ জোরকদমে নজরদারি শুরু করেছে সুন্দরবনের জল সীমানায়। বঙ্গোপসাগরে উপকূলরক্ষী বাহিনী ও নৌ বাহিনী দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন জল সীমানা প্রায় ১৫০ কিমি জুড়ে চালাচ্ছে নজরদারি।

সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকেও বঙ্গোপসাগর ও নদীতে এফআইবি দিয়ে সার্চিং অপারেশন ও পেট্রলিং চলছে। মূলত পেট্রলিং চলছে গোবর্ধনপুর, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ ও সাগরে। তল্লাশি চলছে মৎস্যজীবীদের ট্রলারেও। এছাড়াও মৎস্যজীবীদের বৈধ পরিচয়পত্র, লাইসেন্স খতিয়ে দেখছে পুলিশ। গঙ্গাসাগর মেলার জন্য জলপথে কয়েকগুণ নিরাপত্তা বাড়ানো হয়েছে। উপকূলরক্ষী বাহিনী, নৌবাহিনী এবং বিএসএফের সঙ্গে সমন্বয় রেখেই নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর কথাতেই হল কাজ! মা উড়ালপুলে ২৪ ঘণ্টাই চলাচল করবে বাইক

সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, “এই বছর গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela) ১২ হাজার ফোর্স মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখেই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। নদীপথে চলছে কড়া নজরদারি।”

Latest article