বহরমপুরে রাতে কড়া নিরাপত্তা

খুনি সুশান্তকে ইতিমধ্যেই বহরমপুর থানা গ্রেফতার করেছে। এই ঘটনার পরই পুরসভার তরফে আরও বেশি জোর দেওয়া হল নিরাপত্তায়।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : বহরমপুরে রাতে কড়া হল নিরাপত্তা। প্রতিটি এলাকায় ইতিমধ্যেই লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও বহরমপুর শহরের মেস বাড়ি এবং ভাড়াবাড়ির তথ্য সংগ্রহের কাজে বিশেষ জোর দেওয়া শুরু করল বহরমপুর পুরসভা। বুধবার পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় জানান,” বহরমপুরে মেস মালিকদের সমস্ত তথ্য এবার পুরসভার কাছে দিতে হবে। না হলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। কড় ফাঁকি দিতে অনেক বাড়ির মালিক পুরসভার কাছে তথ্য গোপন করেছেন বলে অভিযোগ এসেছে। এসব আর চলবে না।’’ গত মঙ্গলবার শহিদ সূর্য সেন রোডের কাছে একটি গার্লস হস্টেলের সামনে খুন হন মালদা ইংরেজবাজারের বাসিন্দা সুতপা চৌধুরি।

আরও পড়ুন-অনলাইন গেমে জিএসটি বাড়ছে

খুনি সুশান্তকে ইতিমধ্যেই বহরমপুর থানা গ্রেফতার করেছে। এই ঘটনার পরই পুরসভার তরফে আরও বেশি জোর দেওয়া হল নিরাপত্তায়। পুরসভার চেয়ারম্যান বলেন,” বহরমপুরে ৩৪৩ টি পাড়া এবং প্রায় ৪০০ টি গলি রয়েছে। বহরমপুর থানার পুলিশ যাতে প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি গলিতে ভালোভাবে নজরদারি করতে পারে তার জন্য ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে প্রায় দেড় কোটি টাকার বেশি খরচ করে সিসিটিভি ক্যামেরা কিনে লাগিয়ে দেওয়া হয়েছে।”

আরও পড়ুন-রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, ঘোষণা হতেই বাজারে বড় ধস

এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘বহরমপুর থানার পুলিশ যদি শহরে আরও বেশি পুলিশ পেট্রোলিং করার জন্য এবং পুলিশের কাজের সুবিধার জন্য কিছু কিওস্ক তৈরি করে দিতে বলে বা থানার আউট পোস্টের জন্য জায়গা চায় তাহলে বহরমপুর পুরসভা উদ্যোগ নিয়ে তারও ব্যবস্থা করে দেবে।’’

Latest article