নয়াদিল্লি : ধর্মীয় সমাবেশে উসকানিমূলক বা ঘৃণা ছড়ানো ভাষণ নিয়ে এবার কঠোর হল দেশের শীর্ষ আদালত। এই বিষয়ে বিজেপি শাসিত উত্তরাখণ্ড সরকারকে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। আদালত বলেছে, ধর্মীয় সমাবেশ আয়োজন করার আগে সতর্ক থাকতে হবে যা তা কোনওভাবেই সমাজে বিদ্বেষ না ছড়ায়। এই বিষয়ে উদাহরণ হিসেবে শীর্ষ আদালত টেনে এনেছে বিজেপি শাসিত আর এক রাজ্য হিমাচলপ্রদেশের প্রসঙ্গ। বিজেপি শাসিত রাজ্য হিমাচল প্রদেশে মাসখানেক আগে ধর্মীয় সমাবেশে উসকানিমূলক ভাষণে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে তীব্র ঘৃণা ছড়ানো হয়।
আরও পড়ুন-ভিডিও দেখে তৈরি হচ্ছেন ফারদিনরা
উত্তরাখণ্ডে ধর্মীয় সমাবেশেও একইভাবে বিদ্বেষ ছড়িয়েছিল গেরুয়া শিবির। এ বিষয়ে কড়া মনোভাব নিয়ে সুপ্রিম কোর্ট উত্তরাখণ্ডের মুখ্যসচিবের কাছে একটি হলফনামাও চেয়েছে। বুধবার উত্তরাখণ্ডের রুরকিতে একটি ধর্মীয় সম্মেলন হওয়ার কথা। আর এই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট আগেভাগে মঙ্গলবার উত্তরাখণ্ড সরকারকে আগাম সতর্কতা নিতে বলেছে। কিছুদিন আগেই একই ধরনের ঘটনা নিয়ে বিজেপি শাসিত হিমাচল প্রদেশকেও নির্দেশিকা পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
দেখা যাচ্ছে, গেরুয়া শিবিরের মদতে এধরনের ধর্মীয় অনুষ্ঠান থেকে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের প্রতি ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে। যে কোনও ধর্মীয় অনুষ্ঠান যাতে কোনওভাবেই ঘৃণার উৎসবে পরিণত না হয় সে বিষয়ে রাজ্য সরকারগুলিকে যথাযথ নজরদারির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, এরপরেও যদি উসকানিমূলক বক্তব্য ও অপ্রীতিকর বিবৃতির মাধ্যমে ঘৃণা ছড়ানোর চেষ্টা হয় তাহলে তার জন্য দায়ী থাকবেন রাজ্যের মুখ্যসচিব। এমনকী তাঁকে কোর্টেও তলব করা হতে পারে। রাজ্যের শীর্ষ আমলাকে সর্বোচ্চ আদালত বলেছে, তথাকথিত ধর্ম সংসদে যা যা বক্তব্য পেশ করা হবে তার রেকর্ড রাখতে হবে