নবান্ন অভিযানে ‘ষড়যন্ত্র’! কড়া নজরদারি ৩ স্টেশনে

Must read

মঙ্গলবার নবান্ন অভিযানে (Nabanna Abhijan) অশান্তি-অরাজকতা সর্বোপরি নাশকতার ছক কষেছে বিরোধীরা। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম করে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। এর জেরে সতর্ক পুলিশও। এডিজি সুপ্রতিম সরকারের নির্দেশে একাধিক স্টেশনে চলছে তল্লাশি। সোমবার বিকেল থেকে কড়া নজরদারি শুরু হয়েছে হাওড়া, শিয়ালদহ এবং কলকাতা স্টেশনে। সিসিটিভি, লাগেজ স্ক‌্যানার ও পার্সেল সামগ্রীর উপর তল্লাশিতে লাগানো হয়েছে পুলিশ কুকুরও।

আরও পড়ুন- ‘শান্তির আন্দোলন হবে না, গুলি চলবে ওখানে, ওরা চালাতে বাধ্য করবে’

রেল পুলিশ কর্তাদের কথায়, অন্য রাজ‌্য থেকে এসে সন্ত্রাস চালানোর মতো কার্যকলাপ হতে পারে। গোয়েন্দা রিপোর্টের পর হাওড়া, শিয়ালদহ এবং কলকাতা স্টেশনে বাড়তি পুলিশ দেওয়া হয়েছে। বাইরে থেকে যেসব দূরপাল্লার ট্রেনগুলো আসছে তার যাত্রীদের জিনিসপত্রের তল্লাশি করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, ব‌্যাগে লুকিয়ে আনা হতে পারে আগ্নেয়াস্ত্র ও ইট,পাথরও।

 

Latest article