বড়দিনের পার্ক স্ট্রিটে কড়া যান-নিয়ন্ত্রণ

বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে একই নিয়ম ফের কার্যকর হবে। কতক্ষণ যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে, তা পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ করবেন ডিসি (ট্রাফিক)

Must read

প্রতিবেদন : বড়দিনের উৎসবে মাতোয়ারা তিলোত্তমা। ঝলমলে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে পার্ক স্ট্রিট ও তার সংলগ্ন রাস্তাঘাট। বুধবার বিকেল থেকেই জনতার ঢল নেমেছে। আজ, বৃহস্পতিবার দুপুরের পর থেকে আরও ভিড় বাড়বে পার্ক স্ট্রিট ও অ্যালেন পার্কে। বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটে লক্ষাধিক মানুষের ভিড় সামলাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিকের সুব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। সেই মতো বুধবার বিকেল ৪টে থেকে ভোর ৪টে পর্যন্ত পার্ক স্ট্রিট ও ময়দান সংলগ্ন একাধিক রাস্তায় হয়েছে যান নিয়ন্ত্রণ।

আরও পড়ুন-বড়দিনের উৎসবে বিজেপির তাণ্ডব সব জেনেও নীরব কেন মোদি-শাহ?

বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে একই নিয়ম ফের কার্যকর হবে। কতক্ষণ যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে, তা পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ করবেন ডিসি (ট্রাফিক)। পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভিড়ের চাপে এজেসি বোস রোড, স্ট্র্যান্ড রোড ও ধর্মতলা হয়ে যাতায়াতকারী যান নিয়ন্ত্রিত হবে এবং প্রয়োজনে বিকল্প রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে। শেক্সপিয়র সরণি, হো চি মিন সরণি, মিডলটন স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট ও ক্যামাক স্ট্রিটে নির্দিষ্ট সময়ে একমুখী যান চলাচল থাকবে। রয়েড ও ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটমুখী যান চলাচল বন্ধ থাকবে। ভিড় নিয়ন্ত্রণে পার্ক স্ট্রিট ছাড়াও আশপাশের বহু রাস্তায় ‘নো পার্কিং’ ঘোষণা করা হয়েছে। সেগুলি হল— ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, কিড স্ট্রিট, রাসেল স্ট্রিট (প্রয়োজন মতো), রয়েড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড এবং উড স্ট্রিট।

Latest article