সংবাদদাতা, শান্তিনিকেতন : মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই নোবেলজয়ী অমর্ত্য সেনের আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থার জন্য পদ্ধতিগত কাজ শুরু করল বীরভূম জেলা পুলিশ। জানা গিয়েছে, বর্তমানে অমর্ত্য সেনের বাড়ির মুখে পুলিশ ক্যাম্প করা হয়েছে। সেখানে পর্যাপ্ত পুলিশ-সহ ওয়াই প্লাস নিরাপত্তার ব্যবস্থা আগেই করেছিল জেলা পুলিশ।
আরও পড়ুন-আগামী অর্থবর্ষে দেশের জিডিপির হার আরও কমবে
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সেই ওয়াই প্লাস নিরাপত্তা ব্যবস্থাকে বাড়িয়ে এবার জেড প্লাস নিরাপত্তার ব্যবস্থা করবে জেলা পুলিশ প্রশাসন। জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, আমরা আগেই নোবেলজয়ী অমর্ত্য সেনের উপর থ্রেট হতে পারে এমন আশঙ্কার তথ্য আইবি-কে দিয়েছিলাম। সেখান থেকে এই তথ্য পেয়ে মুখ্যমন্ত্রী অমর্ত্য সেনের জেড প্লাস নিরাপত্তার কথা ঘোষণা করেছেন। আমরা আবার সর্বশেষ ইনপুট আইবিকে পাঠিয়েছি। সেখান থেকে নির্দেশ পেলেই এই নিরাপত্তা ব্যবস্থা চালু হয়ে যাবে। পুরো ব্যাপারের পদ্ধতি শুরু হয়ে গিয়েছে। এমনিতে অমর্ত্য সেনের বাড়ির সামনে ওয়াই প্লাস নিরাপত্তা ব্যবস্থা সংবলিত একটি পুলিশ ক্যাম্প আছে। এবার সেটাকেই বাড়িয়ে জেড প্লাসে পরিণত করা হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী। সেইমতো প্রক্রিয়া শুরু হয়েছে।