সংবাদদাতা, নয়াদিল্লি : দু’সপ্তাহ হতে চলল টানা কর্মবিরতি পালন করছেন চিকিৎসকেরা। আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের কাজ বন্ধ করা কোনও ভাবেই সমর্থনযোগ্য নয়। বৃহস্পতিবার এই নিয়ে স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। কিন্তু তাই বলে তাঁরা এভাবে দিনের পর দিন কর্মবিরতি চালিয়ে যেতে পারেন না।
আরও পড়ুন-৫ জনের পলিগ্রাফ টেস্টের অনুমতি
এইএমএসের চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতি বলেন, চিকিৎসা আর বিচারব্যবস্থা ধর্মঘট করতে পারে না। আমরা কি কাজ বন্ধ রেখে সুপ্রিম কোর্টের বাইরে বসে যেতে পারি? টানা ১৩ দিন ধরে চিকিৎসকেরা কাজ না করায় সমস্যায় পড়ছেন রোগী ও তাঁদের পরিজনেরা। এদিন প্রধান বিচারপতি বলেন, চিকিৎসকদের নিরাপত্তা-সংক্রান্ত কোনও সমস্যা হলে সেক্ষেত্রে আদালত পদক্ষেপ করবে। কিন্তু এই মুহূর্তে কাজে ফিরতে হবে তাঁদের। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সমস্যা শোনার জন্য জাতীয় টাস্ক ফোর্সকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথাও বলা হয়েছে। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে একটি পোর্টাল খোলারও নির্দেশ দেয়। যেখানে সাধারণ মানুষ তাঁদের পরামর্শ দিতে পারবেন।