সুন্দরবনে নৌকা ও লঞ্চডুবি, উদ্ধার

Must read

শনিবার সন্ধ্যায় মরশুমের প্রথম কালবৈশাখী ঝড়ে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে (Sundarban) একটি নৌকা ও লঞ্চডুবির ঘটনা ঘটেছে। দুটি জলযানে মোট ৮ জন ছিলেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন তাঁদের। তবে তাঁরা প্রত্যেকেই সুস্থ আছেন। ডুবে যাওয়া নৌকা ও লঞ্চ এখনও উদ্ধার হয়নি। প্রথম ঘটনাটি ঘটে গোসাবার (Sundarban, Gosaba) রায়মঙ্গল নদীতে। মালবোঝাই নৌকাটি ঝড়ের দাপটে উল্টে যায়। নৌকাতে থাকা পাঁচজনকে উদ্ধার করেন অন্য নৌকার মাঝিরা। অপর ঘটনাটি ঘটে রাত সাড়ে আটটা নাগাদ কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে। লট নং আটে নোঙর করে রাখা সেচ দফতরের লঞ্চ মা সুচিত্রা কালবৈশাখীর দাপটে ডুবে যায়। লঞ্চে তিনজন ছিলেন। খবর পেয়ে পুলিশ লঞ্চ উদ্ধার করে তিনজনকে। এই লঞ্চ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: বাংলার চিন্তা কেরলের আক্রমণ

Latest article