কয়েকজনের কড়া নিন্দা

Must read

প্রতিবেদন : যুবভারতীর যে ঘটনা হয়েছে তা কাঙ্খিত ছিল না। কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পর রাজ্য সরকার কিংবা প্রশাসন কী করছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। কড়া ব্যবস্থা নিচ্ছেন। বিজেপি রাজ্যগুলোর পরিস্থিতি নিশ্চয় আপনারা দেখেছেন। সেতু ভেঙে মৃত্যু বা কুম্ভমেলায় মৃত্যুর জন্য একজন মন্ত্রীও প্রকাশ্যে এসে ক্ষমা চাননি। যুবভারতীর ঘটনায় উদ্যোক্তাদের একাংশের গাফিলতি রয়েছে। পুলিশ প্রশাসনের একটা শিথিলতা রয়েছে। মানুষ অনেক আশা নিয়ে খেলা দেখতে এসেছিলেন। কিন্তু কয়েকজনের ব্যবহার, আচার-আচারণ এবং বেশি উৎসাহিত হয়ে আদিখ্যেতা দেখাতে গিয়ে সমর্থকদের নিরাশ করেছেন। তাঁদের তো জবাব দিতেই হবে। নির্দিষ্ট অনুষ্ঠান অসম্পূর্ণ রেখেই মেসি অন্য রাজ্যে চলে গিয়েছেন। সমর্থকরা অনেক কষ্টে টিকিট কিনেছেন। ফলে তাঁদের উষ্মার যথার্থতা রয়েছে। তদন্ত হচ্ছে। নিশ্চিতভাবে দোষীরা শাস্তি পাবে।

আরও পড়ুন- এসআইআর ও যুবভারতীর ঘটনা নিয়ে সরব অভিষেক, খারিজ হল বিজেপির গল্প

Latest article