তীব্র নিন্দা তৃণমূলের

গতকালও ট্রেনের ধাক্কায় তাহেরপুরে তিন-চারজন প্রাণ হারিয়েছেন। লোকাল থেকে দূরপাল্লা, কোনও ট্রেনই নির্ধারিত টাইমে চলে না।

Must read

প্রতিবেদন : ২৬ ডিসেম্বর থেকে ভারতীয় রেলে (Indian Railway) টিকিটের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা করল তৃণমূল কংগ্রেস। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, ভারতীয় রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের তীব্র নিন্দা করছি। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দেখিয়েছেন যাত্রীদের উপর চাপ সৃষ্টি না করেও কীভাবে রাজস্ব আদায় বাড়ানো যায়। রেলে রক্ষণাবেক্ষণের বালাই নেই, পরিষেবার বালাই নেই, যাত্রীদের নিরাপত্তার বালাই নেই।

আরও পড়ুন-কনস্টেবলের পরীক্ষা দিতে যাওয়ার পথে মৃত্যু এক পরীক্ষার্থীর

গতকালও ট্রেনের ধাক্কায় তাহেরপুরে তিন-চারজন প্রাণ হারিয়েছেন। লোকাল থেকে দূরপাল্লা, কোনও ট্রেনই নির্ধারিত টাইমে চলে না। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে খাবার, জলের জঘন্য অবস্থা। এতকিছুর মধ্যে এদের কোনও অধিকারই নেই ভাড়া বাড়ানোর! তৃণমূল কংগ্রেস এর তীব্র নিন্দা করছে!

Latest article