ফের জাপানে (Japan) ভূমিকম্প (Earthquake)। এবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। ভূমিকম্পের পরেই জাপানের উপকূলে সুনামি (Tsunami) সতর্কতা জারি করা হয়েছে। হতাহতের কোন খবর নেই। যদিও প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, প্রাথমিকভাবে এই ভূমিকম্প থেকে সুনামির কোনো সম্ভাবনা নেই। উল্লেখ্য, এই বছরেই ১৭ই এপ্রিল জাপানের বুঙ্গো চ্যানেলে ৬.৪ মাত্রায় ভূমিকম্প হয়। জাপানের স্কেল ১-৭ এর ভিত্তিতে এহিম ও কোচিতে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬।
আরও পড়ুন-দিল্লিতে তিন পড়ুয়ার মৃত্যুতে প্রকাশ্যে পুরসভার গাফিলতি
প্রসঙ্গত, বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হল জাপান। গোটা বিশ্বের এক-পঞ্চমাংশ ভূমিকম্প এখানে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই ভূমিকম্পের তীব্রতা থাকে ৬ বা তার বেশি। ২০১১ সালের ১১ মার্চ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপানের উত্তর-পূর্ব উপকূল। সেই সময় তীব্রতা ছিল প্রায় ৯। আবার চলতি বছরের ৪ঠা এপ্রিল কম্পন অনুভূত হয় জাপানের পূর্ব উপকূলের হোনশু দ্বীপে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। সেদিনের ঘটনায় ৯ জনের মৃত্যু হয় এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। নিখোঁজ ছিলেন বহু মানুষ ।