চূড়ান্ত অব্যবস্থা! যোগীরাজ্যে চিকিৎসা ব্যবস্থায় চরম গাফিলতি। হাসপাতালের (Hospital) গেটে অপেক্ষা করতে করতে মৃত্যু হল বৃদ্ধের। সারা রাত ধরে পরিবারের সদস্যরা একের পর এক জায়গায় ঘুরেও জোগাড় করতে পারেননি অক্সিজেন সিলিন্ডার সহ একটি বেড। অবশেষে শ্বাসকষ্ট হয়েই মৃত্যু হল ৭০ বছরের এক বৃদ্ধের।
আরও পড়ুন-গদ্দার-ঘনিষ্ঠের গুন্ডামি পথে বিধায়ক, ধৃত ২৬
সূত্রের খবর, উত্তর প্রদেশের লখনউতে কাশী প্রসাদ গোস্বামী নামক ওই বৃদ্ধের শ্বাসকষ্ট জনিত সমস্যা হচ্ছিল। পরিবারের লোকজন বৃহস্পতিবার বিকেলে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা অক্সিজেন দিয়ে তাঁকে কিছুটা স্থিতিশীল করলেও এরপর কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে তাঁকে রেফার করা হয়। দ্রুত বৃদ্ধকে ওই সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও একটা বেড বা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে পারে নি হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন-মর্মান্তিক! বিজেপির ওড়িশায় মৃত্যু দুষ্কৃতীদের আগুনে পুড়ে যাওয়া নাবালিকার
পরিবারের অভিযোগ প্রায় চার ঘণ্টা ধরে তাঁরা হাসপাতালে অপেক্ষা করছিলেন, কিন্তু কোনও চিকিৎসক একবার দেখতেও আসেননি। রোগীকে স্ট্রেচারেই শুইয়ে রাখা হয়েছিল। হাসপাতালের কর্মীরা কোনও বেড নেই বলেই দায়িত্ব ঝেড়ে ফেলেছেন। বৃদ্ধের অবস্থার অবনতি হলেও তাঁকে কেউ দেখতে আসেন নি। নিরুপায় হয়ে আবার বেসরকারি হাসপাতালেই নিয়ে আসা হয় বৃদ্ধকে। সেখানে চিকিৎসা চলাকালীন বৃদ্ধের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পরিবারের তরফে দুই হাসপাতালের বিরুদ্ধেই চিকিৎসা ও কর্তব্যে গাফিলতির অভিযোগ আনা হয়েছে। এদিকে সরকারি হাসপাতালের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ভেন্টিলেটর বেড না থাকায় ওই বৃদ্ধকে ভর্তি নেওয়া সম্ভব হয়নি। কিন্তু ন্যূনতম পরিষেবাও যে রোগী পান নি এই নিয়ে কাঠগড়ায় যোগীর হাসপাতাল।