সুটকেসে প্রেমিকা, হস্টেলে ঢোকার মুখে ধৃত ছাত্র

পরিকল্পনামতো, প্রেমিকাকে সুটকেসে পুরে হস্টেলের ভিতরে প্রবেশ করেন ওই ছাত্র। কিন্তু নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়।

Must read

প্রতিবেদন : কল্পনারও অতীত এমন আজব কাণ্ড। কিন্তু সেটাই ঘটেছে হরিয়ানার সোনিপত জেলার ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ে। প্রেমে পড়লে মানুষ যে কতদূর যেতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছে এই ঘটনা। হতে পারত মৃত্যুও। তবুও প্রেমিকাকে সুটকেসে ভরে ছেলেদের হস্টেলে ঢোকানোর চেষ্টা করলেন এক ছাত্র। তবে শেষরক্ষা হল না। পুরো পরিকল্পনাটি ভেস্তে গেল গোঙানির আওয়াজে। হস্টেলের নিরাপত্তারক্ষীদের চোখে ধরা পড়ে গেলেন তাঁরা।
জানা গিয়েছে, ওই ছাত্র প্রেমিকাকে সঙ্গে রাখতে চাইলেও নিরাপত্তার কারণে তা ছিল অসম্ভব। তাই মাথা খাটিয়ে একটি বড় সুটকেসে প্রেমিকাকে ঢুকিয়ে হস্টেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনামতো, প্রেমিকাকে সুটকেসে পুরে হস্টেলের ভিতরে প্রবেশ করেন ওই ছাত্র। কিন্তু নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়।

আরও পড়ুন-লা লিগার শীর্ষেই রইল বার্সেলোনা, এমবাপের লাল কার্ড, জয়ী রিয়াল

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, নিরাপত্তারক্ষী ও কয়েকজন ছাত্র মিলে সুটকেসটি খুলতেই বেরিয়ে আসেন এক তরুণী। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়।
কিন্তু কর্তৃপক্ষের চোখে এটা নাকি নিছকই দুষ্টুমি। বিশ্ববিদ্যালয়ের তরফে জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ছাত্ররা একটু দুষ্টুমি করেছে। এটিকে বড় করে দেখার কিছু নেই। তবে এখনও পর্যন্ত ওই ছাত্র বা ছাত্রীর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি। এই ঘটনায় প্রেমিকা অসুস্থ না হয়ে পড়লেও, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা নিয়ে উঠেছে প্রশ্ন। নেট দুনিয়ায় এই ঘটনা এখন হাস্যরসের খোরাক।

Latest article