মানস দাস, মালদহ : ওয়েবসাইট হ্যাকের জের। অ্যাডমিট কার্ড ছাড়াই পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা। দ্বিতীয় সেমিস্টার ও চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা অনলাইনে ফর্ম ফিলাপ করেও পাননি অ্যাডমিট কার্ড। এমনকী অনলাইনেও পাওয়া যাচ্ছে না অ্যাডমিট কার্ড। বাধ্য হয়ে প্রথম সেমিস্টারের অ্যাডমিট কার্ডের নম্বর দিয়ে অনলাইনে পরীক্ষা দিচ্ছেন ছাত্রছাত্রীরা। গৌড়বঙ্গের কলেজগুলিতে দ্বিতীয় সেমিস্টারের অভ্যন্তরীণ মূল্যায়নের পরীক্ষা শুরু হয়ে গেলেও পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড পাননি বলে অভিযোগ।
আরও পড়ুন :মাকে খুন করে ঘরের মেঝেতেই পুঁতে দিল ছেলে
বিশ্ববিদ্যালয়ের পোর্টাল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে না। যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, সম্প্রতি চার ছাত্রীর ফর্ম ফিলাপে তাঁদের প্রোফাইলে হানা দিয়ে অশ্লীল ইঙ্গিতপূর্ণ কথাবার্তা লেখা হয়েছিল। তার জেরে সাইবার ক্রাইম থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ জানায়। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অডিট করা হচ্ছে। ফলে পোর্টালের কাজ করা যাচ্ছে না। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ পঁচিশটি কলেজে দ্বিতীয় সেমিস্টারের অভ্যন্তরীণ মূল্যায়নের পরীক্ষা কিছু কলেজে শুরু হয়েছে। আবার কিছু কলেজে শুরু হওয়ার মুখে। আগামী কুড়ি সেপ্টেম্বরের মধ্যে এই পরীক্ষা শেষ করার কথা। অথচ পরীক্ষার জন্য প্রয়োজনীয় অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না পরীক্ষার্থীরা, এমনটাই অভিযোগ। সমস্যার কথা মানছেন কয়েকটি কলেজের অধ্যক্ষরা।
আরও পড়ুন : গুরুদ্বারে এলেই মন শান্ত হয়ে যায়, ফের শুভকামনা নিতে এলাম: মমতা
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিশ্বরূপ সরকার জানান, সাইবার হ্যাকের কারণে এমন বিপত্তি। শীঘ্রই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। নতুন করে বিশ্ববিদ্যালয়ের সিস্টেম তৈরির কাজ চলছে। পুরো বিষয়টি মালদহ সাইবার পুলিশ থানাতে অভিযোগ করা হয়েছে। সাইবার হ্যাকে একটি চক্র জড়িয়ে থাকার বিষয়টিও তিনি উড়িয়ে দিচ্ছেন না। মালদহ জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…