পিস্তল নিয়ে স্কুলে পড়ুয়া। ঘটনাটি মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগর থানার আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের। শনিবার স্কুল খুলতেই শুরু হয় হট্টগোল। খবর পেয়ে রেজিনগর থানার (Murshidabad) পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
আন্দুলবেড়িয়া স্কুলের গেটম্যানের দাবি, সাইকেলের সিট খুলে নিয়ে যাওয়ায় কয়েকজন ছাত্রকে তিনি বকা দিয়েছিল কয়েকদিন আগে। ওই ঘটনার বদলা নিতেই শনিবার দশম শ্রেণির এক ছাত্র গুলি ভর্তি পিস্তল এনে তাঁকে খুন করার কথা বলেছে সহপাঠীদের কাছে। বিষয়টি জানাজানি হতেই স্কুলের প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষকরা ওই ছাত্রের কাছ থেকে পিস্তল কেড়ে নিয়ে পুলিশের খবর দেন। পুলিশ পৌঁছে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে।
আরও পড়ুন- ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা, মৃত একাধিক
পড়ুয়ার দাবি, সে রাস্তার মধ্যে আগ্নেয়াস্ত্রটি পেয়েছিল। তা স্কুলে নিয়ে এসে বন্ধুদের দেখাচ্ছিল। তারপরেই জানাজানি হয়। কারও ক্ষতি করার উদ্দেশ্য তার ছিল না বলেই দাবি। স্কুলের মধ্যে কীভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে এল, তা ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।