দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় নিহত ছাত্রী, গ্রেফতার ২

দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, ছোঁড়া হল বোমা। আর তাতেই মৃত্যু হল অষ্টম শ্রেণির ছাত্রীর। শনিবার গভীর রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুরের ঘটনা

Must read

প্রতিবেদন: দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, ছোঁড়া হল বোমা। আর তাতেই মৃত্যু হল অষ্টম শ্রেণির ছাত্রীর। শনিবার গভীর রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুরের ঘটনা। পুলিশের তৎপরতায় এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই দু’জন গ্রেফতার হয়েছে। নিহত ছাত্রীর নাম কৌসেরা বেগম। ঠিক কী ঘটেছিল? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই বোমাবাজি শুরু হয় এবং গুলিও চলে। সেই সময় বাড়ির ভিতরে ছিল কৌসেরা।

আরও পড়ুন-আরও ১ বলি সার-আতঙ্কে, নদিয়ায় মৃত্যু হল প্রৌঢ়ের

গুলিতে সে গুরুতর জখম হয়। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ স্থানীয়দের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। খবর পেয়ে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। রাতভর টহল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রবিবার সকালেও এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল এবং কারা এই হামলার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Latest article