শাসনের ফল, ক্লাসের ভেতরেই শিক্ষককে কোপ ছাত্রের

ইতিমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্ত সেই ছাত্রকে। পুলিশ সূত্রে খবর, শনিবার ওই প্রাইভেট স্কুলের ক্লাস ইলেভেনের রেজ়াল্ট প্রকাশ করা হয়।

Must read

অসমের (Assam) শিবসাগর জেলার একটি প্রাইভেট স্কুলের অভাবনীয় এক ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। ক্লাস ইলেভেনের এক ছাত্রকে পরীক্ষার ফল ভাল না হওয়ায় বকেছিলেন স্কুলের শিক্ষক। তিনি বোধহয় দুঃস্বপ্নেও ভাবতে পারেন নি তার ফল হতে পারে মারাত্মক। পরেরদিন অভিভাবককে ডেকে আনতে বলা হয়েছিল। কিন্তু সেই সুযোগ আর হল না। আচমকাই সেই ছাত্র ক্লাসের মধ্যে শিক্ষককে ছুরি মেরে খুন করে ফেলল। সাক্ষী সহপাঠীরা। ইতিমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্ত সেই ছাত্রকে। পুলিশ সূত্রে খবর, শনিবার ওই প্রাইভেট স্কুলের ক্লাস ইলেভেনের রেজ়াল্ট প্রকাশ করা হয়। ৫৫ বছরের কেমিস্ট্রির টিচার রাজেশ বরুয়া বেজাওয়ারা ১৬ বছরের ওই কিশোরকে রেজ়াল্ট খারাপ হওয়ায় বকা দেয়। পড়াশোনা না করায় রাজেশ বরুয়া বেজাওয়ারা মাঝেমাঝেই তাকে বকতেন বলে জানায় সহপাঠীরা। সেই নিয়ে স্যরের উপর তার রাগ ছিল। এরপর এবারের ফল খারাপ হয়েছে। শনিবার আবার সে বকা খায় ও গার্জিয়ান কল হয়।

আরও পড়ুন-ইউক্রেনের শিশু হাসপাতালে মিসাইল হানা, মৃত ৩৭

জানা গিয়েছে, বকা খেয়ে সেদিন সে স্কুল থেকে বেরিয়ে যায়। হঠাৎ লাস্ট পিরিয়ডে ক্যাজ়ুয়াল ড্রেসে ক্লাসে ঢোকে। শিক্ষক তাকে ইউনিফর্ম পরনে নেই বলে ক্লাস থেকে বেরিয়ে যেতে আদেশ দেয়। কিন্তু সে ঠায় দাঁড়িয়ে ছিল। শিক্ষক চিৎকার করতেই ওই কিশোর প্রথমে তাঁকে মাথায় ঘুসি মারে। এরপর পকেট থেকে ছুরি বের করে কোপ মারতে থাকে। শিক্ষক ক্লাসরুমের ভিতরে লুটিয়ে পড়েন। পুলিশের তরফে খবর, রাজেশকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। অন্য পড়ুয়ারাও রক্ত দেখে ভয় পেয়ে যায়। অনেকে অসুস্থও হয়ে পড়ে।

আরও পড়ুন-দিনের কবিতা

প্রসঙ্গত, তদন্তে উঠে এসেছে অভিযুক্ত কিশোরের বয়স ১৬ বছর। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, ২০১৫ অনুযায়ী ‘ঘৃণ্য অপরাধের’ ক্ষেত্রে অনুমতি সাপেক্ষে অভিযুক্তকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করার সুযোগ রয়েছে। ছাত্রটি পুলিশের কাছে অপরাধ স্বীকার করে জানিয়েছে তার পড়শোনা করতে ভাল লাগত না। স্কুলের এই শিক্ষক তাকে বকতেন। সেই থেকেই রাগ। এবারের ফল প্রকাশের পর মা-বাবাকে ডেকে পাঠানোয় ভয়ে পেয়ে শিক্ষককে ছুরি মারে সে।

Latest article