বিশ্বভারতীতে ফের আন্দোলনে নামলেন পড়ুয়ারা, উপাচার্যের প্রতিহিংসায় মিলছে না বৃত্তি

ঠিক সময়ে ফল প্রকাশ না করায় রাজ্য সরকারের বিবেকানন্দ স্কলারশিপ-সহ একাধিক বৃত্তির সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে বিশ্বভারতীর পড়ুয়াদের।

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : ঠিক সময়ে ফল প্রকাশ না করায় রাজ্য সরকারের বিবেকানন্দ স্কলারশিপ-সহ একাধিক বৃত্তির সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে বিশ্বভারতীর পড়ুয়াদের। এর প্রতিবাদে, সেই সঙ্গে সাত পড়ুয়ার ওপর থেকে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিশ্বভারতীতে আবার আন্দোলনে নামলেন পড়ুয়ারা। বলাকা গেটের কাছে মঞ্চ বেঁধে আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ— স্নাতক, স্নাতকোত্তর পড়ুয়ারা বিবেকানন্দ স্কলারশিপ, বিশ্ববিদ্যালয়ের ‘এইড’ স্কলারশিপ, একমাত্র কন্যাসন্তান স্কলারশিপ পাচ্ছেন না।

আরও পড়ুন-স্যান্টোসে শেষবার

সেই সঙ্গে ফাঁকা থাকা সত্ত্বেও হস্টেল মিলছে না। অভিযোগ, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করলে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ছাত্রদের সাসপেন্ড করছেন। সম্প্রতি সাত পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে। বিশ্বভারতীর তৃণমূল কংগ্রেস ইউনিটের সভানেত্রী মীনাক্ষী ভট্টাচার্যের প্রশ্ন, সম্প্রতি মেডিক্যাল কলেজে পড়ুয়াদের একাংশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কই রাজ্য সরকার তো কারও উপর খাঁড়ার ঘা নামায়নি! যাদবপুরেও ছাত্র আন্দোলন হয়েছে। এখানেও ছাত্রছাত্রীদের বৃহত্তর স্বার্থে আন্দোলন হচ্ছে। তার জন্য কেরিয়ার শেষ করার মতো শাস্তি হবে কেন?

আরও পড়ুন-ভাড়া বাকি ট্যুইটারের

জানা গিয়েছে, ছুটির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস  বন্ধ থাকায়, রাজ্য সরকার আয়োজিত পৌষমেলা চলায়, পাশাপাশি আদালতের একটি  শুনানি বাকি ছিল। এই সব কারণে এতদিন ক্যাম্পাসে ছাত্র-আন্দোলন স্থগিত ছিল। নতুন বছরে সোমবার থেকে সেই আন্দোলন জোরদার হল। ছাত্রদের এবং শিক্ষকদের সাসপেনশন ও বহিষ্কার প্রত্যাহার-সহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে লাগাতার আন্দোলন চলবে, জানিয়েছেন পড়ুয়ারা।

Latest article