অনশন তুলে বৈঠকে আসুন পড়ুয়ারা

মূলত বহিরাগতদের ইন্ধনে মেডিক্যাল পড়ুয়ারা বিপথে পরিচালিত হচ্ছেন। সরকারের তরফে আন্দোলনকারীদের বলা হয়েছিল, অনশন প্রত্যাহার করুন।

Must read

প্রতিবেদন : মেডিক্যাল কলেজের (medical college) পড়ুয়াদের ইউনিয়ন (union) গঠনের দাবি নিয়ে স্বাস্থ্যভবনে মঙ্গলবার পূর্ব নির্ধারিত বৈঠক হল না। বরং বৈঠকে যােগ না দিয়ে পড়ুয়ারা রাস্তায় মিছিল করলেন।

আরও পড়ুন-অবশেষে ভোলবদল করলেন বিচারপতি

এই মিছিলে যোগ দিয়েছেন বহিরাগতরা। মূলত বহিরাগতদের ইন্ধনে মেডিক্যাল পড়ুয়ারা বিপথে পরিচালিত হচ্ছেন। সরকারের তরফে আন্দোলনকারীদের বলা হয়েছিল, অনশন প্রত্যাহার করুন। এরপর আলোচনায় বসুন। কিন্তু পড়ুয়ারা তা শুনতে নারাজ। বরং তাঁরা অনশনও চালাবেন। যা গণতান্ত্রিক পদ্ধতি নয়। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায় বলেন, আমরা বারেবারে অনুরোধ করেছি অনশন তুলে আলোচনায় বসতে। কিন্তু ওঁরা শুনতে নারাজ।

Latest article