সংবাদদাতা, বোলপুর : উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ দাবি করে পথে নামল বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার সকালে কোভিড বিধি মেনে বোলপুর ডাকবাংলা মাঠ থেকে হাজার খানেক ছাত্রছাত্রী বিশ্বভারতীর উপাচার্যের অপসারণ দাবি করে মিছিল করে। ওই মিছিল থেকে স্লোগান ওঠে, বিজেপির দালাল বিশ্বভারতীর উপাচার্য অবিলম্বে পদত্যাগ করুন। বিশ্বভারতীকে রাজনৈতিক আখড়ায় পরিণত করেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এমনই অভিযোগ বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউয়ের। তিনি বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী আজ বিপন্ন। হিটলারি শাসন থেকে কেউ বাদ যাচ্ছে না। ছাত্রদের আন্দোলনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অনৈতিক কাজকর্মের প্রতিবাদ করলেই ছাত্রছাত্রীদের ওপর নেমে আসছে শাস্তির প্রকোপ। বিশ্বভারতীর ঐতিহ্য, গরিমা, গৌরব পুনরুদ্ধার করা আমাদের ছাত্রছাত্রীদের দায়িত্ব। আমাদের চোখের সামনে এভাবে বিশ্বভারতীর সম্মান ধুলোয় মিশিয়ে যাবে আর ছাত্রছাত্রীরা বসে থাকবে, এমনটা হতে দিতে পারি না। আন্দোলনকারীদের আরও অভিযোগ, যখনই ছাত্রছাত্রীদের উপর এই ধরনের ফ্যাসিস্ট কায়দায় আঘাত আসবে তখনই তৃণমূল ছাত্র পরিষদ প্রতিবাদে গর্জে উঠবে।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর উদ্যোগে নবরূপ পেল দেবীচৌধুরানী মন্দির
বিশ্বভারতী তিন পড়ুয়াকে বহিষ্কার করে উপাচার্য বাকি পড়ুয়াদের বার্তা দিতে চেয়েছেন যে স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করলে তার ফল কী হয়। কিন্তু ছাত্রছাত্রীরা শাস্তির ভয়ে আন্দোলন থামিয়ে দেবে, এরকম যদি উপাচার্য ভাবেন তাহলে তিনি ভুল ভাবছেন। প্রতিবাদ জোরালো হবে। তীব্র আন্দোলনে উপাচার্যের ঘুম উড়িয়ে দেওয়া হবে। হাইকোর্টের রায় মেনে আন্দোলনরত পড়ুয়ারা উপাচার্যের বাসভবন থেকে ৫০ মিটার দূরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
বহিষ্কারের সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার বিষয়ে এখনও পড়ুয়ারা অনড়। মিছিল শেষে তৃণমূল ছাত্র পরিষদের পাঁচ সদস্য আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করে, তাঁদের আশ্বাস দেন তৃণমূল ছাত্র পরিষদ তাঁদের পাশে আছে। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের হাতে জল, পাউরুটি ও বেশ কিছু শুকনো খাবার তুলে দেন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যরা।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…