মিড-ডে মিলে একাধিক পদ ইলিশে ভূরিভোজ পড়ুয়াদের

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়।

Must read

সংবাদদাতা, ফলতা : বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই দুর্মূল্যের বাজারেই মিড-ডে মিলের পাতে পড়ছে ইলিশ ভাপা থেকে শুরু করে ইলিশ মাছ ভাজা। দক্ষিণ ২৪ পরগনার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ভালবাসা দিয়ে শিক্ষকরা সাজালেন এক অনন্য ইলিশ উৎসব। দুপুরে পেট পুরে ইলিশ ভাপা, ইলিশ ভাজা আর ইলিশের তেল দিয়ে একথালা ভাত খেল খুদেরা।

আরও পড়ুন-ডেঙ্গি রুখতে জেলাশাসকদের একগুচ্ছ নির্দেশ মুখ্যসচিবের

ফলতা ব্লকের শ্যামসুন্দরপুর, রাজারামপুর, জালালপুর, তারাগঞ্জ, জাফরপুর ও উত্তর বাসুল্লাট এলাকার মৎস্যজীবী ও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ৪২৫ জন। প্রায় ৯০ বছরের পুরনো এই বিদ্যালয়। বর্তমানে শিক্ষক রয়েছেন সাতজন। বিদ্যালয়ের জমি দান করেছিলেন প্রভাকর মল্লিক, মোট ২২ শতক জমি। দীর্ঘ ইতিহাসের এই বিদ্যালয়ের কৃতিত্বও গর্বের। ২০১৫ সালে জেলার সেরা স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছিল এটি। ২০১৭ সালে বিদ্যালয় নিজস্ব কৃতিত্ব ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পায় যামিনী রায় পুরস্কার। পরে ২০২২ সালে প্রধান শিক্ষক তিলক নস্কর পান শিক্ষারত্ন পুরস্কার। প্রধান শিক্ষক তিলক নস্কর জানিয়েছে, মিড-ডে মিলের একঘেয়েমি কাটাতে এবং ছাত্রছাত্রীদের আনন্দ দিতে এমন আয়োজন ভবিষ্যতেও করা হবে। স্কুলের শিক্ষক জয়দেব নস্কর বলেন, ছাত্র-ছাত্রীদের আমরা সন্তানের মতো মনে করি। সেভাবেই তাদের শিক্ষা দান করি। এমনকী বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হয়। তারই অংশ হিসেবে এবারের ইলিশ উৎসব।
বাড়িতে প্রায় দিন ডাল-ভাত খেতে হয়, কিন্তু ইলিশ মাছ ধরা-ছোঁয়ার বাইরে। তাই স্কুলে ভালবাসা দিয়ে সাজানো এই ইলিশ উৎসবের আয়োজন পেয়ে চেটেপুটে খেল তারা।

Latest article