সংবাদদাতা, জঙ্গিপুর : সময়মতো শিক্ষকরা স্কুলে আসেন না, ফলে খোলে না স্কুলের দরজাও। দীর্ঘক্ষণ ছাত্রছাত্রীদের ব্যস্ত রাজ্য সড়কের উপর প্রাণের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এরই সঙ্গে অভিযোগ, স্কুলে এলেও শিক্ষকরা ঠিকমতো ক্লাসও নেন না। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বহরমপুর-হরিহরপাড়া রাজ্য সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে রাখল হরিহরপাড়ার বারুইপাড়া হাইস্কুলের কয়েকশো পড়ুয়া।
আরও পড়ুন-পুকুরচুরি ঠেকাতে
ছাত্রবিক্ষোভের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ এবং স্থানীয় বিডিও রাজা ভৌমিক। তাঁরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ তুলে দেন। আসিফ ইকবাল নামে এক ছাত্র বলে, ‘‘স্কুলে সম্প্রতি নতুন একজন প্রধান শিক্ষক কাজে যোগ দেওয়ার পরই ক্লাস অনিয়মিত হয়ে পড়েছে। সকাল দশটার সময় বেশিরভাগ ছাত্রছাত্রী স্কুলে চলে এলেও দরজা খোলে না। দীর্ঘক্ষণ আমাদের বাইরে রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে হয়।’’