প্রতিবেদন: গদ্দার অধিকারীর কাশ্মীর বিরোধী মন্তব্যের তীব্র প্রতিবাদ করল দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (jammu and kashmir students association)। সম্প্রতি এই গেরুয়া নেতা বাংলার ভ্রমণ ও সৌন্দর্যপিপাসুদের আগ বাড়িয়ে জ্ঞান দিয়েছেন, কাশ্মীরে বেড়াতে যাবেন না। তার বদলে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড কিংবা ওড়িশায় যান। জেকেএসের জাতীয় আহ্বায়ক নাসির খুয়েহামি গদ্দারের এই বক্তব্যকে বিভেদকামী, লজ্জাজনক এবং বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, এই ধরনের মন্তব্য ভারতের ধর্মনিরপেক্ষ আদর্শ এবং সাংবিধানিক নীতির সম্পূর্ণ পরিপন্থী। নাসিরের সাফ কথা, আমরা বহিরাগত নয়। আমাদের বয়কট করার কোনও প্রশ্নই নেই। এই ধরনের ঘৃণা মন্তব্য আসলে অসংবিধানিক এবং অমানবিক। লক্ষণীয়, এই ধরনের বিভেদকামী মন্তব্য করা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা দেখা করার ঠিক পরেই। কাশ্মীরের মুখ্যমন্ত্রী দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, কাশ্মীরের মানুষ বাংলার পর্যটকদের স্বাগত জানাতে সর্বদাই প্রস্তুত।
আরও পড়ুন-সঞ্জয়কে জেল, কাসভকে ফাঁসির পুরস্কার! রাজ্যসভায় মনোনীত আইনজীবী নিকম