আর তিন বছরে নয়, পড়ুয়ারা স্নাতক (Graduation) হবেন চার বছরে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম চালু হচ্ছে রাজ্যে। জাতীয় শিক্ষানীতি কার্যকর করার ক্ষেত্রে রাজ্যের আপত্তি ছিল কিন্তু রাজ্যের পড়ুয়ারা যাতে কোনও ভাবেই পিছিয়ে না পড়েন, তাই এই নিয়ম চালু করা হচ্ছে। আজ বুধবার শিক্ষা দফতরের তরফ থেকে এই নিয়মের কথা জানানো হয়েছে। তিন বছরের বদলে চার বছর ধরে চলবে স্নাতকের পাঠ। চার বছর পর গবেষণায় অংশ নিতে পারবেন তারা।
আরও পড়ুন-ভিনেশ-সাক্ষীদের পাশে এবার আন্তর্জাতিক কুস্তি সংস্থা
শিক্ষা দফতরের তরফে এদিন জানানো হয়েছে, সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে এই নীতি কার্যকর হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই নতুন নিয়ম কার্যকর হবে। এবছর যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তাঁরা এই নয়া নীতির আওতায় পড়বে। জাতীয় শিক্ষানীতিতেও এই ৪ বছরের স্নাতক কোর্সের কথা বলা হয়েছে।
আরও পড়ুন-এসপ্ল্যানেড স্টেশনের উপরে হতে চলেছে নতুন বিধান মার্কেট
যদিও কেন্দ্রীয়ভাবে কলেজে ভর্তির যে প্রক্রিয়া চালু করার কথা ছিল, সেটা এখনই করা হচ্ছে না। প্রতিটি কলেজে আলাদাভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া চলবে। পুরনো নিয়মেই ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।