সংবাদদাতা, জলপাইগুড়ি : পুজোর মুখে কাঁচা সবজির মূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নামলেন ধূপগুড়ি মহকুমাশাসক পুষ্পা দোলমা লেপচা। সঙ্গে ছিলেন ধূপগুড়ির কৃষি-অধিকর্তা তিলক বর্মন ও অন্যরা। অন্য কাজের ব্যস্ততার মাঝেও সবজির বাজারদর নিয়ন্ত্রণে রাখতে টাস্ক ফোর্সের অভিযান অব্যাহত রয়েছে ধূপগুড়িতে।
আরও পড়ুন-পুজোর আগেই ভাঙা রাস্তা সারিয়ে দিচ্ছে জেলা পরিষদ, ছয় বছরেও ফ্লাইওভারের কাজ শেষ করছে না রেল
কাঁচা সবজির বাজারদর নিয়ন্ত্রণে রাখতে এদিনও ধূপগুড়ি শহরের সবজিবাজার পরিদর্শন করলেন আধিকারিকরা। সেই সঙ্গে রেগুলেটেড মার্কেটে সবজির বাজারদর যাচাই করেন। কাঁচা সবজির বাজারদর অগ্নিমূল্য হওয়ার কারণে চিন্তায় পড়েছিলেন সাধারণ মানুষ। তাই মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছিলেন, টাস্ক ফোর্স গঠন করার। সেই মতো টাস্ক ফোর্সের সদস্যরা ধূপগুড়ি শহরের সবজির দোকান ঘুরে ঘুরে দর যাচাই করেন। বাজার পরিদর্শনের পর কৃষি-অধিকর্তা জানান, বর্তমানে বাজারে কাঁচা সবজির দাম পাইকারি এবং খুচরো বাজারে সঠিক জায়গায় রয়েছে।