সংবাদদাতা, জলপাইগুড়ি : বরাবরই উন্নত নাগরিক পরিষেবা দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকদের এবিষয়ে সবসময়ই দেখা যায় তৎপর থাকতে। দীর্ঘদিন থেকে নানান অভিযোগ আসছিল কখনও বিএলআরও অফিসের বিরুদ্ধে আবার কখনও রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে। যার ফলে হয়রানির শিকার হতে হচ্ছিল সাধারণ মানুষকে। তাই শুক্রবার আচমকা পরিদর্শনে যান ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা ও মহকুমা পুলিশ গেলসেন লেপচা। সেখানে প্রায় ২০ মিনিট সময় কাটান তাঁরা, কথা বলেন অতিরিক্ত জেলা সাব রেজিস্ট্রার পালদেন শেরপার সাথে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে মিড-ডে মিলের তদারকিতে প্রশাসন
খোঁজ নেন অফিসের যাবতীয় কাজ সম্পর্কে। এরপর সেখান থেকে চলে যান সোজা ধূপগুড়ি বিএলআরও অফিসে। তবে সেখানে গিয়ে বিএলআরওর দেখা পান না এসডিও ও এসডিপিও। ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে না পেয়ে অফিসের রেভিনিউ আধিকারিক এবং অন্যান্য কর্মীদের সাথে কথা বলেন। ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা মানুষকে সার্বিক সুবিধা দিতে সমস্ত রকমের সরকারি অফিসগুলিতে তৎপরতা বাড়িয়ে দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছি। এই উদ্দেশ্যেই আজ আসা এবং সমস্ত কিছুই খতিয়ে দেখা হল।