সংবাদদাতা, মালদহ : তাঁরা কাজ করেন ইটভাটায়। সরকারি প্রকল্পগুলিতে কীভাবে আবেদন করতে হয় তাঁরা জানেন না। এলাকার ওই সমস্ত মহিলারা কাছে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম নিয়ে ইটভাটায় ছুটলেন স্বয়ং জেলাশাসক। যা একথায় নজির। শনিবার দুপুরে মালদহ (Malda) চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায় তাঁর দফতর থেকে বেরিয়ে পড়েন। একগুচ্ছ ফর্ম হাতে সটান হাজির হন ইটভাটায়। মহিলা শ্রমিকদের সঙ্গে দেখা করেন। মহিলা শ্রমিকদের হাতে তুলে দেন লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম। কীভাবে তাঁরা আবেদন করবেন তাও বুঝিয়ে দেন। সামনে বসে তাঁদের দিয়ে আবেদনপত্র পূরণ করান মহকুমা শাসক। এছাড়াও যাঁদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তাঁদের দ্রুত কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।
আরও পড়ুন – দলের সাংসদই পদ্মের কাঁটা
প্রশাসনের দেওয়া লক্ষীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র পূরণ করে মহকুমা শাসকের হাতে তুলে দেন মহিলা শ্রমিকরা। আবেদনকারীরা টাকা পাবে বলে আশ্বাস দেন। এদিন ফর্ম দিতে মালদহ (Malda) চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায় ছাড়াও উপস্থিত ছিলেন চাঁচল ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীরণ ভট্টাচার্য, ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোজিৎ নস্কর ও সোমনাথ মান্না-সহ অন্য প্রশাসনিক আধিকারিকরা। এ বিষয়ে চাঁচলের মহকুমা শাসক বলেন, ‘‘সরকারি প্রকল্প থেকে যাতে কেউ বঞ্চিত না হন তাই এই প্রচেষ্টা। সারাদিন ইটভাটায় শ্রমিকদের কাজ করেন ওই মহিলারা। তাঁদের শিবিরে এসে ফর্ম নেওয়া সম্ভব নয়। তাই আমরাই পৌঁছে গিয়েছিলাম।’’