সংবাদদাতা, জলপাইগুড়ি : ধূপগুড়ি মহকুমা হয়েছে। কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এরপরই চলছে একের পর এক উন্নয়নের কাজ। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ধূপগুড়ি মহকুমা হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে শীঘ্রই। উল্লেখ্য, ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান ধূপগুড়ি মহকুমা হাসপাতালের পরিকাঠামগত উন্নয়নের জন্য। আবেদন জানানোর পর দিনই মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) আলিপুরদুয়ার জেলার সুভাষিনী চা-বাগানে ভরা সভা থেকে ঘোষণা করে বলেন, “ধূপগুড়ি মহকুমা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের জন্য ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে টেন্ডার পদ্ধতি। খুব শীঘ্রই শুরু হবে কাজ। এদিকে এই ঘোষণা হতেই খুশি ধূপগুড়ি মহাকুমার প্রত্যেকটা মানুষ। মুখ্যমন্ত্রীর ভরা সভা থেকে করা এই ঘোষণার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে ধন্যবাদ জানান সকলেই। ধূপগুড়ি বিধায়ক প্রফেসর নির্মল চন্দ্র রায় বলেন, আমি ভীষণ আপ্লুত একদিনের মধ্যেই দিদি আমার আবেদনের সাড়া দিয়েছেন। এরই সাথে এটা প্রমাণিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই বাস্তবে করে দেখায়।
আরও পড়ুন- সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ট্যাবলো ‘লক্ষ্মীর ভাণ্ডার’