বঙ্গ

ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপে লিলুয়ার শুভঙ্কর, পাশে দাঁড়ালেন যুবনেতা কৈলাস মিশ্র

এশিয়ার বুকে বাংলার নাম উজ্জ্বল করতে মঙ্গলবার রাতেই লিলুয়ার শুভঙ্কর চক্রবর্তী (Subhankar Chakraborty) যাবেন হংকংয়ে। লক্ষ্য এশিয়ান ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপ ২০২৪ (Asian Dragon Boat Championship 2024) জয়। জুন মাসে ঝাড়খন্ডে আয়োজিত প্রতিযোগিতার ট্রায়ালে বাংলার প্রতিনিধিত্ব করে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য নির্বাচিত হন মফস্বলের মধ্যবিত্ত পরিবারের শুভঙ্কর। কিন্তু স্বপ্নের মাঝে বড় বাধা আর্থিক দুশ্চিন্তা। হংকংয়ে আয়োজিত এশিয়ান ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপে (আন্ডার ২৪ পুরুষ বিভাগ) অংশগ্রহণের জন্য বিপুল পরিমাণে আর্থিক মূল্য জমা দিতে হবে। নিম্ন মধ্যবিত্ত পরিবার এত টাকা কোথায় পাবে? পাশে দাঁড়ালেন হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট কৈলাস মিশ্র (Kailash Mishra, president howrah sadar TMYC)। এক কথায় সেই মুহূর্তে আর্থিক সাহায্য করেন তিনি। সঙ্গে জানান, প্রয়োজনে তিনি পাশে থাকবেন। কথা রাখলেন শেষ মুহূর্ত পর্যন্ত।

আরও পড়ুন-ইন্দো-নেপাল ক্যারাটেতে তৃতীয় সামশেরগঞ্জের খুদে

শুভঙ্কর বলছেন, কৈলাস মিশ্র না থাকলে আজ এত বড় স্বপ্ন দেখার সাহস করতে পারতেন না তিনি। ১০ নম্বর গার্ডিনার রোড লিলুয়ার বাসিন্দা চক্রবর্তী পরিবারের ছেলেটা যখন বাংলার মুখ উজ্জ্বল করতে চিনের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশগ্রহণের সুযোগ পেয়েছেন, তখন তাঁর আর্থিক সমস্যা মেটাতে উদ্যোগী হলেন এলাকার মানুষের প্রিয় নেতা তথা হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। কৈলাস মিশ্র নিজের ব্যক্তিগত নম্বর দিয়ে শুভঙ্করের পরিবারের লোকেদের বলেন যে কোন প্রয়োজনে একটা ফোন করলেই তিনি সাহায্য করবেন। সেটা যে শুধুমাত্র কথার কথা ছিল না তা প্রথম দিনেই বোঝা গেছিল। মানুষের পাশে থাকার ব্রত নিয়ে কাজ করে চলা তৃণমূল যুব কংগ্রেসের নেতা মঙ্গলবারও শুভঙ্করের মাকে প্রয়োজনীয় অর্থ সাহায্য করেছেন বলে প্রতিযোগী নিজেই জানান। শুভঙ্কর প্রথমে যাবেন কেরালায়, সেখানে আগামী বেশ কয়েকদিন ট্রেনিং করার পর কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (Cochin International Airport) থেকে উড়ে যাবেন হংকং এর উদ্দেশে। অক্টোবরের ১১ থেকে ১৩ তারিখ অর্থাৎ তিনদিনব্যাপী আয়োজিত হবে এশিয়ান বোট চ্যাম্পিয়নশিপের লড়াই। হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতির সহযোগিতায় এবার ড্রাগনের দেশে বাংলার কীর্তি গড়তে চলেছেন লিলুয়ার শুভঙ্কর।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

24 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

32 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

57 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago