মহাকাশ কেন্দ্রে ‘ক্লাস’ নিলেন শুভাংশু শুক্লা

১০০ বার পৃথিবী প্রদক্ষিণ সম্পূর্ণ

Must read

প্রতিবেদন : প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে পা রেখেছেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। মহাকাশে পৌঁছনোর পর এক সপ্তাহের মধ্যেই তিনি ১০০ বার পৃথিবী প্রদক্ষিণ করে ফেলেছেন। এবার তিনি মহাকাশ কেন্দ্রে ক্লাস করে তাঁর মহাকাশ-যাত্রার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। কথা বললেন ভারতীয় ছাত্রছাত্রীদের সঙ্গে। আদতেই একটি ক্লাসরুম হয়ে উঠল মহাকাশকেন্দ্র।

ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) ক্লাস করলেন লখনউয়ের সিটি মন্টেসরি স্কুল-সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে শুভাংশুর ভিডিও বার্তা শুনল তারা। এই প্রোগ্রামের সরাসরি সম্প্রচার করল ইসরোর বিদ্যার্থী সংবাদ। শুভাংশু জানালেন, মহাকাশচারীরা বাড়ির খাবারের স্বাদ পেতে যেমন বিশেষ কিছু ব্যবস্থা নিয়েছেন, তেমনই প্যাকেটজাত খাবারও খাচ্ছেন। শুভাংশু নিজে ইসরো ও ডিআরডিও-র তৈরি করা গাজর ও মুগডালের হালুয়া এবং আম রস সঙ্গে করে নিয়ে গিয়েছেন। বাকি মহাকাশচারীরাও সেগুলি খেয়েছেন। তিনিও তেমনি বিভিন্ন দেশের মহাকাশচারীদের আনা ভিন্ন স্বাদের খাবার খেয়েছেন।

আরও পড়ুন-টেক্সাস: সামার ক্যাম্প চলাকালীন হড়পা বানে হত ২৪, নিখোঁজ ২০

গত ২৬ জুন শুভাংশু-সহ আরও তিন মহাকাশচারী মহাকাশ কেন্দ্রে পৌঁছন। তারপর ১০০ বার পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করে ফেলেন। সেই অভিজ্ঞতার কথাও তিনি শেয়ার করেন পড়ুয়াদের সঙ্গে। বলেন, মাধ্যাকর্ষণহীন মহাকাশ স্টেশন। সেখানে ঘুমানোর সময় নিজের স্লিপিং ব্যাগ বেঁধে রাখতে ভুলে গেলেই কিন্তু বিপদ। পরের দিন ঘুম ভাঙলে দেখা যাবে অন্য কোনও জায়গায় চলে গিয়েছেন। এই প্রথম এমন এক প্রোগ্রাম হল। দেশের কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে মহাকাশ থেকে সরাসরি মহাকাশ বিজ্ঞানের পাঠদান করলেন মহাকাশচারীরা। মহাকাশ নিয়ে ছাত্রছাত্রীদের আগ্রহ তৈরি করতেই এই উদ্যোগ। পড়ুয়ারা তাঁকে প্রশ্ন করে, মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে কেমন? জবাবে শুভাংশু বলেন, ভীষণ সুন্দর। প্রশান্তিতে ভরা। মহাকাশচারীদের হঠাৎ কোনও শারীরিক সমস্যা হলে কী করা হয়? তার জবাবে শুভাংশু জানান, জরুরি ওষুধ ও অন্যান্য ব্যবস্থা থাকে। তারপর মহাকাশচারীদের প্রশিক্ষণ দেওয়া হয় সেভাবেই।

Latest article