প্রতিবেদন : ফের কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে একহাত দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় । একাধিক ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ তিনি। তৃণমূল-সহ বিজেপি বিরোধী নেতাদের ষড়যন্ত্র করে ফাঁসাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর প্রভাব খাটিয়ে নিজেদের মতো ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগও করেন সুখেন্দু শেখর রায়।
আজ, শুক্রবার দুপুরে দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করে সুখেন্দুশেখর রায় বলেন, “মোদি সরকার নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। তাদের নির্দেশেই CBI ও ED তৃণমূল নেতাদের বিরুদ্ধে বেআইনি পদক্ষেপ নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারের কন্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে।”
আরও পড়ুন : ভ্যাকসিন দেওয়ার পরিমাণ ও সময় বাড়াল কলকাতা পুরসভা
তিনি আরও বলেন, “বিধানসভা ভোটের আগে বিজেপি বলেছিল ২০০-এর বেশি আসন নিয়ে ওরা নাকি রাজ্যে ক্ষমতায় আসবে। কিন্তু তা হয়নি। মানুষ ওদের প্রত্যাখান করেছে। কিন্তু মানুষের রায় মাথা পেতে নিতে পারছে না বিজেপি। ওরা পরাজয় মানতে পারছে না বলেই নতুন করে ষড়যন্ত্র করছে কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশের বিরোধীদের ঐক্যবদ্ধ করেছেন। একছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করছেন। সেটায় ওদের ভীতি ধরেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলকে আটকানোর চেষ্টা করছে।”
ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত প্রসঙ্গেও মোদি সরকারকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তাঁর কথায়, “মিথ্যে অভিযোগ করে আমাদের কর্মীদের ফাঁসানোর চেষ্টা চলছে। অকারণে লোকের বাড়ি বাড়ি ঘুরছে সিবিআই।”