সংবাদদাতা, কোতুলপুর : শান্তিপূর্ণ কলকাতা পুরভোট নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাটক সুপার ফ্লপ হয়েছে। এরপর তিনি এদিন বাঁকুড়ার কোতুলপুরে গিয়েছেন সম্প্রতি পারিবারিক কারণে বিষ খেয়ে এক কৃষকের আত্মহত্যাকে নিয়ে রাজনীতি করতে। কলকাতায় যখন বিজেপির কর্মসূচি চলছে, সেসব ছেড়ে বিরোধী দলনেতা আত্মঘাতী কৃষকের পরিবারের সঙ্গে দেখা করতে যান। সেখানকার মানুষ বিজেপির ওপর বীতশ্রদ্ধ। তাঁরা বিরোধী দলনেতার এই নাটককে আমল না দিয়ে উল্টে তাঁকে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ ধ্বনি দেন। আইনশৃঙ্খলার অবনতি হতে পারে অনুমানে বিরোধী দলনেতাকে আত্মঘাতী কৃষক পরিবারের বাড়ি যেতে বাধা দেয় পুলিশ। তাতে এসডিপিও এবং পুলিশ আধিকারিকদের রীতিমতো হুমকি দেন শুভেন্দু। এসডিপিওর নাম জেনে নিয়ে দেখে নেওয়ার হুমকি দেন।
আরও পড়ুন : স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবে ২৫ হাজার ছাত্র
পাশাপাশি রাজ্যপাল ও মানবাধিকার কমিশনে যাবেন বলেও দাবি করেন। সাধারণ মানুষের বিক্ষোভ এবং পুলিশের বাধা পেয়ে শেষমেশ শুভেন্দুকে কলকাতার উদ্দেশে রওনা হতে হয়। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যেই আত্মহত্যা করা কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছে। এ নিয়ে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক তাপস রায় বলেন, ‘কলকাতায় পুরভোটে বিপর্যয় থেকে মুখ বাঁচানোর জন্য কোতুলপুরে গিয়েছে নাটক করতে। আসলে শুভেন্দু বিজেপিতে নতুন গিয়েছে। ওরা ভেবেছে, ও বুঝি কেউকেটা। আসলে এ-সবই করা হচ্ছে নিজেদের ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য। এ-সব না করে ওরা আত্মসমালোচনা করলে ভাল হয়।’