ফের মোদিকে নিশানা বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর

Must read

পূর্ণেন্দু রায়, নয়াদিল্লি : ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী আবার এক ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার সমর্থকদের নিশানা করেছেন। মোদির স্বনির্ভর ভারতের প্রচার সম্পর্কে স্বামীর খোঁচা, অন্ধভক্ত এবং গন্ধভক্তদের দাবির বিপরীতে সরকারি পরিসংখ্যান থেকে স্পষ্ট যে ৬ লক্ষ ভারতীয় তাঁদের ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। স্বামী একটি ট্যুইটে লিখেছেন, বর্তমান প্রধানমন্ত্রী মোদির জমানায় তাঁর সমর্থকরা দাবি করে চলেছেন যে, বিশ্বজুড়ে বসবাসকারী ভারতীয়রা স্বনির্ভর হতে নাকি ভারতে ফিরে আসতে চায়! অথচ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৬ লক্ষ ভারতীয় ইতিমধ্যেই তাঁদের ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। তাহলে কোন তথ্য ঠিক? মোদি–সমর্থকদের প্রচার নাকি কেন্দ্রীয় সরকারের তথ্য?

আরও পড়ুন : বিজেপির ঘরেই বিক্ষোভ তিস্তার মৃত্যু দুর্ঘটনা নয়, করা হয়েছে হত্যা

ইদানীং বিজেপি সাংসদ স্বামীকে প্রায়শই মোদি সরকারের বিরুদ্ধে ট্যুইট করতে দেখা যায়। সংসদের শীতকালীন অধিবেশনে তিনি চিন এবং লাদাখ নিয়ে প্রশ্ন করেছিলেন৷ তবে রাজ্যসভায় তার অনুমতি দেওয়া হয়নি। ট্যুইটের মাধ্যমে একথা জানান স্বামী নিজেই৷ এই তথ্য দেওয়ার সময় স্বামী বলেছিলেন যে জাতীয় স্বার্থের ইস্যু হওয়ার কারণে তাঁর প্রশ্ন অনুমোদিত হয়নি। সুব্রহ্মণ্যম স্বামীর জিজ্ঞাস্য ছিল, চিন লাদাখে এলএসি অতিক্রম করেছে কিনা। এই প্রশ্ন কেন্দ্রীয় সরকারের পক্ষে অস্বস্তিকর হওয়ার কারণেই যে তাঁকে সংসদে তা তুলতে দেওয়া হয়নি, সেটা স্পষ্ট৷ প্রধানমন্ত্রী মোদিকে নাম না করে ঈর্ষান্বিত এবং হীনমন্যতায় ভোগা ব্যক্তি বলে বর্ণনা করেছেন এই বিজেপি সাংসদ। কয়েকদিন আগে তিনি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, অর্থনীতি, সীমান্ত নিরাপত্তা, বিদেশনীতির মতো ইস্যুতে কেন্দ্রীয় সরকার চূড়ান্ত ব্যর্থ বলে উল্লেখ করেছিলেন।

Latest article