শংসাপত্রের বিল পেশ

এই উদ্দেশ্যে রাজ্যের ১৯৯৪ সালের তফসিলি জাতি-উপজাতি চিহ্নিতকরণ আইনের একটি সংশোধনী শুক্রবার রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে।

Must read

প্রতিবেদন : তফসিলি জাতি-উপজাতি শংসাপত্র কোনও কারণে বাতিল হলে নতুন করে আবেদন জানানোর সুযোগ পাবেন। এই উদ্দেশ্যে রাজ্যের ১৯৯৪ সালের তফসিলি জাতি-উপজাতি চিহ্নিতকরণ আইনের একটি সংশোধনী শুক্রবার রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। বিলের ওপর জবাবি ভাষণে আদিবাসী উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বুলুচিক বারাইক বলেন, কোনও ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়ার কারণে তফসিলি জাতি-উপজাতি শংসাপত্র বাতিল হয়ে যায়।

আরও পড়ুন-লালুর পাসপোর্ট : কোর্টের নির্দেশ সিবিআইকে

এতদিন এ ধরনের শংসাপত্র বাতিল হয়ে গেলে নতুন করে আবেদন জানানোর কোনও সংস্থান আইনে ছিল না। সে কারণে সংশোধনী এনে সংশ্লিষ্ট ব্যক্তিদের নতুন করে আবেদন জানানোর সুযোগ করে দেওয়া হচ্ছে। আবেদন পাওয়ার তিন মাসের মধ্যে তার নিষ্পত্তি করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। এই উদ্দেশ্যে আইনের ৯ নম্বর ধারাটি সংশোধন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী চান তফসিলি জাতি-উপজাতিভুক্ত মানুষ যেন কোনওভাবেই বঞ্চিত না হন। তবে ভুয়ো তফসিলি শংসাপত্র বাতিলের ব্যাপারেও সরকার কড়া মনোভাব নিয়ে চলছে বলে মন্ত্রী জানিয়েছেন।

Latest article