প্রতিবেদন : ‘‘ধুলোর মতো সার্থক”, এই লাইন যিনি লিখতে পারেন, তাঁকে কিনা কটাক্ষ করা হচ্ছে! একজন বিচারপতি এই ছোট্ট লাইনটি শুধু একবার লিখে দেখান, তাহলেই বুঝবো। ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের মঞ্চ থেকে এভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকে প্রশংসায় ভরিয়ে দিলেন কবি সুবোধ সরকার। সেই সঙ্গে নাম না করে পালটা কটাক্ষ ছুঁড়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।
আরও পড়ুন-কঠিন সময়ে নিজের উপর আস্থা রাখতে হয়, কে এল রাহুলের অফ ফর্ম নিয়ে দ্রাবিড়
মঙ্গলবার দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘রাস্তার ধুলো’ কবিতাটি পাঠ করেন কবি সুবোধ সরকার। কবিতা পাঠের পর মুখ্যমন্ত্রীর সাহিত্য সৃষ্টির প্রশংসা করেন সুবোধ সরকার। একই সঙ্গে তিনি বিচারপতিকে “ফ্যাসিস্ট” বলেও আক্রমণ করেন। কবিতা পাঠের আগে তিনি বলেন, একটা প্রশ্ন আমার মাথায় কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছে। কেউ কি এটা বলতে পারেন, কোনও কবির লেখা কোনও লাইব্রেরিতে রাখা যাবে না? তিনি বিচারক হোন বা যাই হোন না কেন? আমি মনে করি এটা ফ্যাসিজম ছাড়া কিছু নয়। এই ফ্যাসিস্ট মনোভাবের আমি প্রতিবাদ জানাচ্ছি। এদিন সভামঞ্চ থেকে শুভাপ্রসন্ন এমনকিছু শব্দ প্রয়োগ করেন, তার প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।