পূর্ণেন্দু রায়, নয়াদিল্লি : ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) আবার ট্যুইট বিস্ফোরণ ঘটালেন। বৃহস্পতিবার একটি ট্যুইটে স্বামীর অভিযোগ, নরেন্দ্র মোদির সরকার (Narendra Modi Government) প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ৷ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, অর্থনীতি, সীমান্ত নিরাপত্তা, বিদেশনীতির মতো ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে ব্যর্থ বলে অভিহিত করেছেন বিজেপি সাংসদ। একই সঙ্গে তাঁর ব্যঙ্গোক্তি, এর জন্য দায়ী সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)।
আরও পড়ুন: Tripura Municipal Election : প্রকাশ্যে বিজেপির ছাপ্পা ভোটের ভিডিও
ইদানীং সুব্রহ্মণ্যম স্বামী প্রায়শই তাঁর ট্যুইটে মোদি সরকারের নীতি নিয়ে প্রশ্ন তোলেন, কড়া সমালোচনা করেন৷ বৃহস্পতিবার তিনি লিখেছেন, মোদি সরকারের রিপোর্ট কার্ড মানে অর্থনীতি ব্যর্থ, সীমান্ত নিরাপত্তা ব্যর্থ, আফগানিস্তানে (Afghanistan) বিদেশনীতি ব্যর্থ, জাতীয় নিরাপত্তায় পেগাসাস সমস্যা, অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কাশ্মীরে হতাশা। এর জন্য দায়ী কে?
দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে দেখা করেছিলেন স্বামী। দিল্লি সফরে আসা তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করার পরে বিজেপি সাংসদকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, আমি তো ওদের সঙ্গেই আছি৷ ইদানীং মোদি সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে সরব সুব্রহ্মণ্যম স্বামী৷ বুধবার তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠকের পরে এই বিজেপি সাংসদ তাঁর প্রশংসা করে বলেছেন, আমি জীবনে যেসব রাজনীতিবিদের সঙ্গে দেখা করেছি বা যাঁদের সঙ্গে কাজ করেছি তাঁদের মধ্যে জয়প্রকাশ নারায়ণ, মোরারজি দেশাই, রাজীব গান্ধী, চন্দ্রশেখর এবং পি ভি নরসিমা রাওয়ের মতো নেতারা রয়েছেন। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম মিল হল, তিনি যা বলেন সেটাই বাস্তবে করে দেখান৷ ভারতীয় রাজনীতিতে এটি এক বিরল গুণ।