বিএলএ ২-দের দায়িত্ব বোঝালেন সুব্রত বক্সি

যুদ্ধ শুরু হয়ে গেছে। সবাইকে নেমে পড়তে হবে ময়দানে।

Must read

প্রতিবেদন : যুদ্ধ শুরু হয়ে গেছে। সবাইকে নেমে পড়তে হবে ময়দানে। আমাদের লক্ষ্য কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। রবিবার লক্ষাধিক কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে কড়া বার্তা দিলেন তৃণমূলের (Trinamool) রাজ্য সভাপতি সুব্রত বক্সি। বৈঠকের শুরুতেই তিনি কর্মীদের জন্য নির্দেশিকা দেন।

আরও পড়ুন-ইতিহাস সব দেখছে, বাংলা ক্ষমা করবে না : অভিষেক

তিনি বলেন, বিএলএ ২-রা আছেন। বাড়ি বাড়ি যাবেন। বলতে হবে কোন কোন নথি দরকার। স্ক্রুটনি করতে হবে। হিয়ারিংয়ে ডাকলে নোটিশ পেয়েছে কি না দেখতে হবে। তারপর ভোটার লিস্ট চেক করতে হবে। অন্তত তিনজনকে দিয়ে চেক করাতে হবে ভোটার লিস্ট। এরপরেও সমস্যা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যোগাযোগ করবেন। দরকার হলে এসডিও অফিসে যোগাযোগ করবেন। নাম বাদের চক্রান্ত চলছে। এবার ভোট চ্যালেঞ্জের।

Latest article