প্রতিবেদন : মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সচিবদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বক্তব্য রাখার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলে রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তিনি সকলকে মনে করিয়ে দেন, একুশে জুলাইয়ের মঞ্চে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বস্তরের নেতা-কর্মীদের জন্য যে নির্দেশ দিয়েছেন, যে কর্মসূচি দিয়েছেন তা যথাযথভাবে পালন করতে হবে। দলের সবক’টি শাখা সংগঠন সেই কর্মসূচি পালন করবে। ইতিমধ্যেই তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে কলকাতার মেয়র রোডে গান্ধীমূর্তি পাদদেশে ধরনা-অবস্থান কর্মসূচি হয়ে গিয়েছে।
আরও পড়ুন-পুলিশদের পুরস্কার মুখ্যমন্ত্রীর
আগামী শনি, রবিবার দলের যুব সংগঠনের কর্মসূচি রয়েছে। এভাবেই প্রতি শনি, রবিবার নেত্রীর নির্দেশ অনুযায়ী এই কর্মসূচি চালিয়ে যেতে হবে। এছাড়াও, এনআরসি, এসআইআর, বাংলা ভাষা ও বাঙালিবিদ্বেষ, কেন্দ্রের বঞ্চনা নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আন্দোলন কর্মসূচি চালিয়ে যেতে হবে। ভোটার তালিকায় কারচুপির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে দলকে লড়াই করতে হবে। বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি ভিন রাজ্যে যে অত্যাচার হচ্ছে, লাগাতারভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে হবে। আরও বেশি করে মানুষের কাছে যেতে হবে। মানুষকে বোঝাতে হবে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের তুঘলকি আচরণ। বিজেপির জনবিরোধী নীতি এবং বাংলার প্রতি বঞ্চনার কথা আরও বেশি করে বলতে হবে। সুব্রত বক্সির সংক্ষিপ্ত বক্তব্যের পর বক্তব্য রাখেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।